মোহামেডান ও আবাহনীর ম্যাচে গ্যালারি ভরা দর্শকের সেই উত্তাল অবস্থা এখন আর নেই। তারপরও মোহামেড্ন-আবাহনী ফুটবল লড়াই বলে কথা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের চলতি মৌসুমে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে মোহামেডান-আবাহনী। শনিবার উভয় দলের হোমভেন্যু কুমিল্লার ভাষাশহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে দেশের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ঐতিহ্যবাহী লড়াই।
এবারের মৌসুমে ভালো শুরু করতে পারেনি মোহামেডান। চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের কাছে হেরে গিয়েছিল সাদা-কালোরা। তবে ৬ ডিসেম্বর প্রিমিয়ার লিগের ম্যাচে কিংসকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে মোহামেডান। দশজনের দল নিয়েও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়েছে তারা। এর আগে মৌসুমের উদ্বোধনী ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে সাদা-কালোরা বিধ্বস্ত করেছে ৬-০ গোলে।
অন্যদিকে আবাহনী লিগের প্রথম ম্যাচে ফকিরাপুল ইয়াং মেন্স ক্লাবকে হারিয়েছে ২-০ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে বিপক্ষে জিতেছে ১-০ গোলে।
দুই ম্যাচের দুটিতেই জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে মোহামেডান। দুই ম্যাচেই দুটিতে জিতলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের চতুর্থ স্থানে আছে ঢাকা আবাহনী।
৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ব্রাদার্স ইউনিয়ন। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রহমতগঞ্জ।
দুর্দান্ত ফর্মে থাকা মোহামেডানকে হারাতে পারলে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে যাবে ঢাকা আবাহনী। অন্যদিকে আবাহনী হেরে গেলে ব্রাদার্সের কাছ থেকে হারানো মুকুট উদ্ধার করতে পারবে মোহামেডান।
শনিবার মাঠে নামবে বসুন্ধরা কিংসও। বিকেল সাড়ে ৫টায় টেবিলের ছয়ে থাকা কিংসের প্রতিপক্ষ তিনে থাকা রহমতগঞ্জ।