টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। টস জিতে এ ম্যাচে প্রথমে ব্যাটিং করবে জিম্বাবুয়ে।
প্রাথমিক পর্বে স্কটল্যান্ডকে হারানোর ম্যাচের একাদশ নিয়ে আজ মাঠে নেমেছে জিম্বাবুয়ে। প্রাথমিক পর্বে তিন ম্যাচে দুই জয়ে সুপার টুয়েলভে উঠেছে তারা।
অন্যদিকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় প্রাথমি পর্ব খেলার প্রয়োজন হয়নি দক্ষিণ আফ্রিকার। সরাসরি সুপার টুয়েলভে খেলার জন্য আজই প্রথম বিশ্বকাপের ম্যাচে মাঠে নামছে টেম্বা বাভুমার দল।
টি-টোয়েন্টি ক্রিকেটে একবারই মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। ঐ ম্যাচে ১০ উইকেটের ব্যবধানে বড় জয় পেয়েছিল আফ্রিকা।
জিম্বাবুয়ে একাদশঃ রেজিচ চাকাভা, ক্রেইগ অরভিন(অধিনায়ক), ওয়েসলি মাধেভারে, সেন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, টেন্ডায় চাতারা, রিচার্ড এনগ্রাভা, ব্লেসিং মুজারাবানি।
দক্ষিণ আফ্রিকা একাদশঃ টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পারনেল, কেশব মহারাজ, কাগিস রাবাদা, অ্যানরিচ নরখিয়া, লুঙ্গি এনগিডি