বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। এরই মধ্যে টস জিতে রোহিত শর্মাদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। বুধবার (১১ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় দুই দলের লড়াই শুরু হবে।
বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা আফগানিস্তান দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে। তবে ম্যাচটা যে তাদের জন্য কঠিনই হবে কারণ, প্রতিপক্ষ স্বাগতিক দল ভারত। যারা নিজেদের প্রথম ম্যাচে পাচঁবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তবুও হার থেকে ঘুরে দাঁড়াতে চাইবে রশিদ-নবিরা।
এদিকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও সতর্ক থাকবে ভারত। কারণ ভারতের কোচ রাহুল দ্রাবিড়কে ভাবাচ্ছে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে। অজিদের বিপক্ষে প্রথম তিন ব্যাটারের ডাক আর শুভমান গিলের জ্বর চিন্তায় ফেলেছে রাহুল দ্রাবিড়কে। ডেঙ্গু আক্রান্ত ওপেনারকে নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলেছে তাদের। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও অনুপস্থিত শুভমান গিল।
বিশ্বকাপে আফগানদের রেকর্ডটা একেবারে যাচ্ছেতাই। সব আসর মিলিয়ে মাত্র এক ম্যাচে জয় আছে তাদের। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে মনস্তাত্ত্বিক চাপটা তাই ভালোই ভোগাচ্ছে আফগান শিবিরকে।
আফগানিস্তান একই একাদশ নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে। অপরদিকে এক পরিবর্তন রয়েছে ভারতের একাদশে। অশ্বিনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর।
আফগানিস্তান একাদশ :
রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজল হক ফারুকী।
ভারত একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।