জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কথা হচ্ছে তুমুল। তবে এ সময়ে তা প্রাসঙ্গিক মনে করেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার এই মুহূর্তের ভাবনা ঘরের মাঠে আসন্ন আফগানিস্তান সিরিজ।
প্রধান নির্বাচক বলেন, “জুনে আফগানিস্তান দেশে আসছে। খুব ভালো দল তারা। যেহেতু আমাদের একটা খারাপ অভিজ্ঞতা আছে, গত টেস্ট ম্যাচটা হেরেছি। কোনোভাবেই তাদের হালকাভাবে নেওয়া হবে না। সম্ভাব্য সেরা দলই আফগানিস্তানের বিপক্ষে দাঁড় করানো হবে।”
নান্নু বলেন, “আমার মনে হচ্ছে আমরাই একমাত্র দল, যাদের এখন থেকেই বিশ্বকাপের দল গঠন নিয়ে আলোচনা চলছে। আপনাদের এটাও দেখতে হবে, ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ আছে, এগুলোর পর ফিটনেস, পারফরম্যান্সসহ আরও কিছু রয়েছে যা দেখে বিশ্বকাপ দল গঠন করতে হবে। সুতরাং এটা (বিশ্বকাপ দল গঠন) নিয়ে এখন আমরা এখন চিন্তাভাবনা করছি না, এখন আমরা আফগানিস্তান সিরিজে আছি, এটা নিয়েই এগোচ্ছি, আর তা নিয়েই চিন্তাভাবনা করছি।”
তিনি আরও বলেন, “বিশ্বকাপের এখনো চার মাস সময় রয়েছে। আমাদের এখন আফগানিস্তান সিরিজ সামনে। ব্যাক টু ব্যাক সিরিজ নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। আফগানিস্তান সিরিজে তিনটা ফরম্যাটেই আমরা খেলব। আর এটা নিয়েই আমরা দল গোছানোর কাজ করছি। সুতরাং বিশ্বকাপ নিয়ে এখন আমি কিছু বলতে পারব না।”