বাংলাদেশের সিরিজ নিশ্চিত হয়ে গেছে আগেই। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ কেবল হোয়াইটওয়াশ করার মিশন। সেই মিশনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ।
ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার বেশ চমৎকার গুছিয়ে খেলতে শুরু করেন। পাওয়ার প্লে`তে স্কোরবোর্ডে তারা রান তোলেন বিনা উইকেটে ৪৬।
তবে দলীয় রান ফিফটি পার হতেই আদিল রশিদের রিভার্স সুইং খেলতে গিয়ে ধরা পড়েন রনি। ইনিংসের ৭.৩ ওভারে রনিকে আউট করে আদিল তার প্রথম উইকেট তুলে নেন। আউট হওয়ার আগে রনির ব্যাট থেকে আসে ২২ বলে ২৪ রান। অপরপ্রান্তে ৩৩ বলে অপরাজিত ৩৯* রান নিয়ে আছেন লিটন কুমার। তাকে সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৯.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৫ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ।