• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

নারীর সঙ্গে আপত্তিকর আচরণ, ২০ বছর নিষিদ্ধ সাবেক লঙ্কান ক্রিকেটার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০২:৫৫ পিএম
নারীর সঙ্গে আপত্তিকর আচরণ, ২০ বছর নিষিদ্ধ সাবেক লঙ্কান ক্রিকেটার
এক নারী ক্রিকেটারের সঙ্গে দিলিপ সামারাবীরা। ছবি : সংগৃহীত

নারীর সঙ্গে আপত্তিকর আচরণের জন্য শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার দিলিপ সামারাবীরাকে ২০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (সে দেশের ক্রিকেট সংস্থা)। শাস্তিকালীন সময়ে তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটের কোনও স্তরে কোনও ভাবে যুক্ত থাকতে পারবেন না। ৫২ বছরের সামারাবীরার শাস্তির মেয়াদ শেষ হবে ২০৪৪ সালে।

বাসিন্দা সামারাবীরা বহু বছর ধরে অস্ট্রেলিয়ার বাসিন্দা। প্রায় ১৬ বছর ধরে ভিক্টোরিয়ার নারী ক্রিকেট দলের কোচিং স্টাফ হিসাবে কাজ করেছেন তিনি। গত মে মাস পর্যন্ত নারীদের বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন স্টার্সের সহকারী কোচ ছিলেন তিনি। সম্পতি সামারাবীরার বিরুদ্ধে ক্রিকেট অস্ট্রেলিয়ার আদর্শ আচরণবিধির ২.২৩ নম্বর ধারা লঙ্ঘনের অভিযোগ উঠে। তিনি এক নারী ক্রিকেটারের সঙ্গে নাকি আপত্তিকর আচরণ করেছিলেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সামারাবীরাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অবশ্য সামারাবীরা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি শ্রীলঙ্কার হয়ে সাতটি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনি আবারক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তিনি অংশ নিতে রাজি হননি। ফলে তার বিপক্ষে মামলার রায় প্রকাশ করা হয় এক তরফা তদন্ত বিচারে।

আবার চুক্তিভঙ্গের অভিযোগেও তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই শাস্তি দেওয়া হয়েছে ক্রিকেট ভিক্টোরিয়ার কোচ হিসাবে চুক্তিবদ্ধ থেকেও বেসরকারি ভাবে অন্যত্র কোচিং করানোর জন্য। বলা হয়েছে, মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার। দু’টি শাস্তি একই সঙ্গে চলবে। তাই বাড়তি শাস্তি ভোগ করতে হবে না সামারাবীরাকে। সব মিলিয়ে ২০ বছরই অস্ট্রেলিয়ার ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন তিনি।

Link copied!