• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
কাতার বিশ্বকাপ

তারুণ্যনির্ভর যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ১২:৩১ এএম
তারুণ্যনির্ভর যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল

কাতার বিশ্বকাপে তরুণদের ওপরই ভরসা রাখছে যুক্তরাষ্ট্র। ২০১৮ বিশ্বকাপে না খেলা যুক্তরাষ্ট্র এক আসর বাদে ফিরেছে বিশ্ব মঞ্চে। এর আগে টুর্নামেন্টের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে আছেন এসি মিলান ডিফেন্ডার সার্জিনো দেস্ত। আর্সেনাল গোলরক্ষক ম্যাট টার্নার ও লিলে ফরোয়ার্ড টিম ওয়াহ।

চেলসিতে খেলা ক্রিস্টিয়ান পুলিসিচ নিয়মিত সুযোগ না পেলেও আছেন বিশ্বকাপ দলে। তার কম ম্যাচ খেলা ভোগাতে পারে মার্কিনদের।

২০ নভেম্বর শুরু হতে যাওয়া বিশ্বকাপের দ্বিতীয় দিনেই মাঠে নামবে যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচের তাদের প্রতিপক্ষ গ্যারেথ বেলের ওয়েলস। এছাড়া তাদের অন্য দুই গ্রুপ সঙ্গী হলো ইংল্যান্ড ও ইরান।

যুক্তরাষ্ট্র স্কোয়াড
গোলরক্ষক- ইথান হোরভাথ (লুটন টাউন), সিন জনসন (নিউইয়র্ক সিটি এফসি), ম্যাট টার্নার (আর্সেনাল)।

ডিফেন্ডার- ক্যামেরুন কার্টার ভিকার্স (সেল্টিক), সার্জিনো দেস্ত (এসি মিলান), অ্যারন লং (নিউ ইয়র্ক রেড বুলস), শাখ মুর (নাসভিল এসসি), টিম রিম (ফুলহাম), অ্যান্টোনি রবিনসন (ফুলহাম), জো স্ক্যালি (বরুসিয়া মুনশেনগ্ল্যাডবাখ), ডেয়ান্দ্রে ইয়েডলিন (ইন্টার মিয়ামি), ওয়াকার জিমমেয়ারম্যান (নাসভিল এসসি)।

মিডফিল্ডার- ব্রেন্ডেন অ্যারনসন (লিডস ইউনাইটেড), কেলিন অ্যাকোস্টা (লস অ্যাঞ্জেলস), টাইলার অ্যাডামস (লিডস ইউনাইটেড), লুকা ডি কা তোরে (সেল্টা ভিগো), ওয়েস্টন ম্যাকেইন (জুভেন্টাস), ইউনুস মুসাহ (ভ্যালেন্সিয়া), ক্রিস্টিয়ান রোল্ডান (সেটেল সাউন্ডার্স)।

ফরোয়ার্ড- জেসুস ফেরেইরা (এফসি ডালাস), জর্ডার মরিস (সেটেল সাউন্ডার্স), ক্রিস্টিয়ান পুলিসিচ (চেলসি), জিও রেইনা (বরুসিয়া ডর্টমুন্ড), জশ সার্জেন্ট (নরউইচ সিটি), টিম উইয়াহ (লিলে), হাজি রাইট (অ্যান্টালিসপর)।

Link copied!