• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মিরাজের অনিন্দ্যসুন্দর প্রথম সেঞ্চুরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০৪:৫২ পিএম
মিরাজের অনিন্দ্যসুন্দর প্রথম সেঞ্চুরি

প্রথম ম্যাচে একা হাতেই অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশের ম্যাচ বাঁচিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচেও দলের চরম বিপদে ত্রাতা হয়ে দাঁড়িয়ে গেলেন তিনি। ম্যাচের প্রথম দিকে দাপট দেখানো ভারতীয় বোলারদের  তুলোধনা করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি।

ইনিংসের শেষ ওভারে মিরাজের রান ৮৫। সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে। টি-টোয়েন্টি ফরম্যাট হলেও মানা যেত। এই দ্রুততম ফরম্যাটে এই রান একপ্রকার ডাল-ভাত। কিন্তু ওয়ানডে ফরম্যাটে অসম্ভব না হলেও একটু কঠিন তো বটেই। যেখানে প্রতিপক্ষ আবার ভারত।

ইনিংসের শেষ ওভারে মিরাজের সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম বলে নাসুম সিঙ্গেল দিয়ে স্ট্রাইক দিলেই দ্বিতীয় বলে বড় ছক্কা হাঁকান মিরাজ। এরপরের বল ডট গেলেও তার পরের বল আবারও ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির আরও কাছে পৌঁছে যান এই ক্রিকেটার।

পঞ্চম বলে দুই রান পান। শেষ বলে দরকার ছিল এক রান। এই রান তুলে নিয়ে মেহেদি উল্লাসে মেতে অপরাজিত প্রথম ওয়ানডে সেঞ্চুরির আনন্দে।  

Link copied!