• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

৯১ বছর পর ভারতের ক্রিকেটে কলঙ্কজনক অধ্যায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৫:১৯ পিএম
৯১ বছর পর ভারতের ক্রিকেটে কলঙ্কজনক অধ্যায়
গ্রেটার নয়ডা স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দীর্ঘ ৯১ বছর পর একটি কালো অধ্যায় রচিত হলো। উত্তর প্রদেশের গ্রেটার নয়ডা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আফগানিস্তানের হোম টেস্ট ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু বৃষ্টি ও অব্যবস্থার কারণে একটি বলও মাঠে গড়ায়নি পুরো পাঁচ দিনে। বৃষ্টি হয়েছে, আবার বন্ধও ছিল।

ক্রিকেটের সঙ্গে বৃষ্টির সম্পর্ক সেই উনবিংশ শতকের শেষ সময় থেকেই, যখন টেস্ট ক্রিকেটের সূচনা হয়। সেটা সব ক্রিকেটীয় দেশই বৃষ্টির ঝামেলা দূর করার জন্য আগে থেকেই সকল আয়োজন চূড়ান্ত করে রাখে। আফগানিস্তানকে তাদের হোমভেন্যু অন্য জায়গায় করার প্রস্তাব দিয়েছিল ভারত। কিন্তু তারাই এই ভেন্যু পছন্দ করে তা বিমান বন্দরের পাশে থাকায়।

যাইহোক, একটি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের জন্য যতজন কর্মচারী থাকার কথা, নয়ডায় তা ছিল না। ফলে সৃষ্টি হলো এক কালো অধ্যায়। বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২৬ বছর পর ঘটলো এমন একটা ঘটনা, যেখানে একটি বলও মাঠে গড়ালো না। 

১৯৯৮ সালে শেষ বারের মতো টেস্ট বাতিল হয় একটি বলও মাঠে না গড়ানোয়। এই টেস্ট ম্যাচটি নিউজিল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ, পরবর্তীতে নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেট সিরিজ এই উপমহাদেশে। তারা খেলবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। 

নয়ডার টেস্ট ম্যাচটি হলে কিউইদের বড় একটা অনুশীলন হয়ে যেতো। আর নতুন টেস্ট প্লেইং দল হবে হিসেবে আফগানদের জন্যও তা কম গুরুত্বপূর্ণ  ছিল না।

Link copied!