• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

বিশ্বকাপে বিশ্বরেকর্ড সাকিবের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৬:৪০ এএম
বিশ্বকাপে বিশ্বরেকর্ড সাকিবের
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন। শনিবার রাতে এন্টিগা স্টেডিয়ামে ভারতের অধিনায়ক রোহিত শর্মার উইকেট নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০টি শিকারের মালিক হলেন। ২০০৭ সালে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের সহ মোট নয়টি বিশ্বকাপ আসরে   সাকিব তার স্পিন যাদুতে বিশ্বের একমাত্র বোলার হিসেবে উইকেট লাভের হাফ সেঞ্চুরি করলেন। ভারতের ৫০ রানে জেতা ম্যাচটিতে সাকিব ব্যাট হাতেও উড়ন্ত সূচনা করেছিলেন। মাত্র ৭ বলে একটি করে চার ও ছক্কায় ১১ রান করে আউট হন। সাকিবের এমন বিশ্বরেকর্ড আরও অনেকগুলো আছে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে সাকিব যে অলরাউন্ডিং পারফর্মেন্স করেছেন, তা ঐ বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে কেউ করতে পারেননি। 

Link copied!