ফুটবলের শৈল্পিকতা যেমন আছে ঠিক তেমনি বাজে ফুটবলের মহড়াও আছে। সেটাই যেন বুধবার রাতে দেখা গেল ব্রাজিল-সেনেগালের ম্যাচে। বাজে পাস, এলোমেলো ফুটবল, আত্মঘাতী গোল- সবকিছুই ছিল ব্রাজিলের দখলে। ফলাফলে ৪-২ গোলের বড় ব্যবধানে লাতিন দেশটিকে হারিয়েছে সেনেগাল।
র্যাঙ্কিংয়ের ১৮ নম্বর দলটির বিপক্ষে তিন নম্বরের দল ব্রাজিল শুরুতে এগিয়ে ছিল। ম্যাচের ১১ মিনিটে ভিনিসিয়াসের অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন লুকাস পাকোয়েতা। গুনে গুনে ১১ মিনিট পর গোল পরিশোধ করে আফ্রিকান দেশটি। ব্রাজিলের ভুল পাসে বল পেয়ে যান হাবিব দিয়ালোকে। তবে তিনি গোল আদায় করতে ভুল করেননি।
দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটের মাথায় আবার ভুল করে ব্রাজিল। এবার আত্মঘাতী গোলে দলকে পিছিয়ে দেন মার্কোইনহোস। এর ৩ মিনিট পর ম্যাচের ৫৫ মিনিটে সাদিও মানে কোনাকুনি শটে ব্যবধান ৩-১ করেন।
ম্যাচের ৫৮ মিনিটে কর্নার কিক থেকে জটলায় বল পেয়ে মার্কোইনহোস গোল করে ব্যবধান ৩-২ করেছিলেন। তবে এতেও লাভ হয় না।
ম্যাচের অতিরিক্ত সময়ের ৭ মিনিটে নিকোলাস জ্যাকসন একা পেয়ে যান ব্রাজিল গোলরক্ষক এডারসনকে। তবে গোলরক্ষক গোল বাঁচাতে এসে ফাউল করে বসেন। ফলে পেনাল্টি পায় সেনেগাল। সফল স্পটকিকে ব্যবধান ৪-২ করেন সাদিও মানে।