• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

৯৩ রানের ঝকঝকে ইনিংস, দুর্দান্ত প্রত্যাবর্তন উইলিয়ামসনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০২:০৬ পিএম
৯৩ রানের ঝকঝকে ইনিংস, দুর্দান্ত প্রত্যাবর্তন উইলিয়ামসনের
কেন উইলিয়ামসন । ছবি : সংগৃহীত

অভিজ্ঞতা ও দক্ষতার মূল্য এমনই। হয়তো ইনজুরির কারণে কোণো খেলা মিস করতে পারেন, কিন্তু যখন মাঠে ফেরেন, সেটাও হয় রাজার মতোই। বৃহস্পতিবার শুরু হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড প্রথম টেস্ট। আর প্রথম টেস্টের প্রথম দিনেই প্রত্যাবর্তন ম্যাচে নজর কেড়েছেন কেন উইলিয়ামসন।

উইলিয়ামসন ব্যাট হহাতে বুঝিয়ে দিলেন কেন তাকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে গন্য হন। তিনি ফিরে এসে সেটাই প্রমাণ করেছেন ইংরেজদের বিপক্ষে। হ্যাগলে ওভালে ৯৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন উইলিয়ামসন। অবশ্য মাত্র ৭ রানের জন্য ৩৩তম সেঞ্চুরির দেখা পেলেন না।

উইলিয়ামসনের পরিবর্তে ভারত সিরিজে খেলেছিলেন উইল ইয়ং এবং ব্যাট হাতে বেশ ভালো ফর্মেই ছিলেন। ফলে ফিরে আসা উইলিয়ামসনের লড়াই ছিল অনেকটাই নিজের সঙ্গেই। কারণ একজন ইন ফর্ম ব্যাটারকে বসিয়ে তাকে খেলানো হচ্ছে। উইলিয়ামসন নিজেকে প্রমাণ করলেন ১০টি চারে সাজানো ৯৩ রানের ইনিংস দিয়ে। তার ব্যাটিং নৈপূণ্যেই নিউজিল্যান্ড বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেটে ৩১৯ রান করেছে। উইকেটে অপরাজিত রয়েছেন ৪১ রানে গ্লেন ফিলিপস এবং ১০ রানে টিম সাউদি।

উইলিয়ামসন বলেন, ‘এখানকার উইকেট খুব ভালো, শুরুটা একটু চ্যালেঞ্জিং ছিল। দুটো দলই পরিশ্রম করেছে। দুটো টিমই ভালো জায়গায় রয়েছে। আমরা পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করব, বল হাতে পেলে উইকেট থেকে সুবিধা তোলার চেষ্টা করব। আমি পিচ দেখে খুব খুশি। আশা করব ভালো ফল ।’

দলের সাবেক অধিনায়ক উইলিয়ামসন বলেন, ‘দলের সঙ্গে ফিরতে পেরে খুব ভালো লাগছে। ভারতে দুর্দান্ত ক্রিকেট খেলেছে আমাদের দল। অনেক সাহসী ক্রিকেট খেলেছে। এমন খেলাই আশা করা হয়। আমি খেলতে পারিনি সিরিজে, কিন্তু এমন পারফরমেন্স দেখে আমি গর্বিত হয়েছি। কারণ ওখানকার পরিবেশ আমাদের পরিবেশ পরিস্থিতির থেকে অনেক আলাদা।’

Link copied!