দেশের ৬৪ জেলার খেলোয়াড়রা এবার হাজির হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বোর্ড কার্যালয়ের সামনে জটলা দেখা গেছে। রোববার দুপুরে মিরপুরের হোম অব ক্রিকেটে নিজেদের দাবি দাওয়া নিয়ে হাজির হন সারা দেশের সব জেলার ক্রিকেটাররা।
দেশের ক্ষমতার পালাবদলের জেরে এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ।
এ ছাড়া নতুন করে পরিচালক হয়েছেন দেশবরেণ্য কোচ নাজমুল আবেদীন ফাহিম। আর এই দুই কর্মকর্তার ছবি সম্বলিত ব্যানার নিয়ে শুভেচ্ছা জানাতে এসেছেন জেলা পর্যায়ের ক্রিকেটাররা।
এ সময় একাডেমি ভবনের সামনে ব্যানার নিয়ে অবস্থান করেন তারা। পরে পরিচালক ফাহিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জেলা ক্রিকেটকে ঢেলে সাজাতে ম্যাচ ফি বৃদ্ধি করাসহ ফারুক-ফাহিমের কাছে বিভিন্ন দাবি জানিয়েছেন ক্রিকেটাররা।
তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ঢাকা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেট লিগে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণেরই টুর্নামেন্ট থাকতে হবে। ক্রিকেটারদের বেতন কাঠামোরও দাবি জানিয়েছেন তারা।
পাশাপাশি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। কোয়াব যেন সম্পূর্ণ স্বাধীনভাবে চলে, সেই নিশ্চয়তা চেয়েছেন ক্রিকেটাররা। এ ছাড়া প্রত্যেক জেলায় ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ সুবিধার পাশাপাশি ম্যাচ ফি বাড়ানোর দাবি করেছেন তারা। পরিচালক ফাহিম তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।