• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেস্ট ক্রিকেটে ব্রডের ৬০০ উইকেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৪:৩২ পিএম
টেস্ট ক্রিকেটে ব্রডের ৬০০ উইকেট
ছবি: সংগৃহিত

নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৬০০ উইকেট নেয়ার কৃতিত্ব গড়লেন এই পেসার। বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টেস্টে ৬০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন ব্রড। এর আগে ইংলিশদের হয়ে ৬০০ উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন। এই টেস্টে নামার আগে জেমির নামের পাশে রয়েছে ৬৮৮ উইকেট। 
ব্রড শুরু করেছিলেন ৬০০ থেকে ২ উইকেট দূরে থেকে। দিনের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজাকে ফিরিয়ে ৫৯৯ হলো। ওল্ড ট্রাফোর্ড তখন থেকে অপেক্ষায়। তা ফুরাল অস্ট্রেলিয়ার ইনিংসের ৬৩তম ওভারের প্রথম বলে। ব্রডের বাউন্সারে হুক করেছিলেন হেড, দারুণ ক্যাচ নিলেন রুট। ব্রডের হয়ে গেল ৬০০। বলটা তিনি করেছেন ওল্ড ট্রাফোর্ডের জেমস অ্যান্ডারসন এন্ড থেকেই!
টেস্টে ৬০০ উইকেট ক্লাবের সদস্য যারা:

উইকেট            বোলার
৮০০            মুত্তিয়া মুরালিধরন
৭০৮            শেন ওয়ার্ন
৬৮৮*         জেমস অ্যান্ডারসন
৬১৯             অনিল কুম্বলে
৬০০*            স্টুয়ার্ট ব্রড
 

Link copied!