ইংল্যান্ডের নারী গলফ তারকা লিজ ইয়ং তার দ্বিতীয় লেডিস ইউরোপিয়ান ট্যুর শিরোপা জিতেছেন। চ্যাম্পিয়ন হয়েছেন ইন্ডিয়ান ওপেন নারী গফল টুর্নামেন্ট।
৪২ বছর বয়সী ইয়ং হরিয়ানার ডিএলএফ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ইন্ডিয়ান ওপেনের ৭২তম রাউন্ডে তার স্বদেশী অ্যালিস হিউসন এবং বেলজিয়ামের ম্যানন ডি রয়কে পেছনে ফেলেন। রোববার জিতে নেন শিরোপা।
ডি রয় ৭৪তম রাউন্ডে ইয়াংকে পিছনে ফেলে একটি শট শেষ করেন। তিনি সিঙ্গাপুরের শ্যানন ট্যান, নিউজিল্যান্ডের মোমোকা কোবোরি এবং ফ্রান্সের আগাথে সওজনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় হন।
ইংলিশ তারকা ইয়ং শেষবার ২০২২ সালে সুইস লেডিস ওপেন জিতেছিলেন।
তিনি শিরোপা জয়ের পর বলেন, ‘আমি হতবাক, আমার বিশ্বাসই হচ্ছে না। আমি দারুণ আনন্দিত। এই শিরোপা লাভ সহজ ছিল না। ম্যানন আমার একজন ঘনিষ্ট বন্ধু। বন্ধুকে পরাজিত করা কখনই সহজ নয়।’
তিনি আরও বলেন, গত সপ্তাহে আমার জন্মদিন ছিল এবং পরের সপ্তাহে আমার মেয়ের জন্মদিন। তাই এটি একটি ভাল জন্মদিন উদযাপন।’