পাঁচবারের বিশ্বকাপ ফুটবলের শিরোপাজয়ী ব্রাজিল আগামী আসরের ফাইনালে খেলবে বলে কোচ দরিভল জুনিয়র আশা প্রকাশ করেছিলেন। আর রদ্রিগো বলেছিলেন, শিরোপা জিততে দলে নেইমারকে দরকার। কিন্তু ব্রাজিলের তো এখন বিশ্বকাপের মূল পর্বে ওঠার সম্ভাবনাই কমে যাচ্ছে।
সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে তারা। বুধবার সকালে প্যারাগুয়ের মাঠেও হারল পেলের দেশটি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের এক ম্যাচে প্যারাগুয়ে ১-০ গোলে জয়লাভ করে। দীর্ঘ ১৬ বছর পর ব্রাজিলের বিরুদ্ধে জয়ের মুখ দেখলো প্যারাগুয়ে। ২০০৮ সালে তারা শেষ বারের মতো ব্রাজিলকে হারাল। ম্যাচে আধিপত্য বিস্তার করেও কোনো গোলের দেখা পেল না ব্রাজিল।
ম্যাচের ২০ মিনিটের সময় প্যারাগুয়ের দিয়েগো গোমেজ একমাত্র গোলটি করেন। তার আগে ৭ মিনিটে গোলের বড় সুযোগ নষ্ট করে ব্রাজিল। প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে কমপক্ষে ৪/৫টি সহজ সুযোগ হাতছাড়া করেন রদ্রিগো, ভিনিসিয়ুসসহ অন্যান্যরা। ফলে তাদের পরাজিত হয়েই মাঠ ছাড়তে হয়। ১০ পয়েন্ট নিয়ে ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে। ১৮ পয়েন্ট পেয়ে এখনো শীর্ষে রয়েছে আর্জেন্টিনা দল। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া। ১৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে উরুগুয়ে। ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইকুয়েডর।