• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক ম্যাচে টাইব্রেকারে ৩৭ শটের রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১১:৫১ এএম
এক ম্যাচে টাইব্রেকারে ৩৭ শটের রেকর্ড
নির্ধারিত সময়ে গোলের পর উচ্ছ্বসিত ফুলহামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের কারাবাও কাপ ফুটবলের এক ম্যাচে টাইব্রেকারে ৩৭ শটের রেকর্ড সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে সেই ম্যাচটি নির্ধারিত সময়ে ছিল ১-১ গোলে ড্র। পরে পেনাল্টি শুটআউটের মাধ্যমে খেলার ফলাফল চূড়ান্ত হয়। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুলহাম দল ১৬-১৫ গোলে প্রিস্টন এন্ড নর্থ দলকে পরাজিত করে। টাইব্রেকারে ৬টি শটে গোল হয়নি। বাকি ৩১টি শটে গোল হয়। এরআগে ২০১৬ সালে এই আসরেরই এক ম্যাচে টাইব্রেকারে ৩৪টি শটের রেকর্ড সৃষ্টি হয়েছিল। যেখানে ডার্বি কাউন্টি ১৪-১৩ গোলে চার্লিসলি দলকে পরাজিত করেছিল। ৮ বছর পর এবার সেই রেকর্ড ভেঙে গেল। দর্শকরা দারুণভাবে উপভোগ করলো রেকর্ড গড়া টাইব্রেকার। 

Link copied!