ইউরোপীয় ফুটবলে টাইব্রেকারে নতুন বিরল টক রেকর্ড দেখলো ক্রীড়ামোদীরা। ইউরোপা লিগের তৃতীয় পর্যায়ের বাছাইপর্বের এক ম্যাচে নেদারল্যান্ডসের দল আয়াক্স টাইব্রেকারে ১৩-১২ গোলে গ্রিসের পানাথিনাইকোসকে পরাজিত করে। এখানে শট নেওয়া হয় ৩৪টি। যা ইউরোপীয় রেকর্ড।
এই জয়ে মূলপর্বে যাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আয়াক্স। দ্বিতীয় লেগ ম্যাচে আয়াক্স ০-১ গোলে পরাজিত হয়। প্রথম লেগে আয়াক্স ১-০ গোলে জয়লাভ করে। সবমিলে ফলাফল ১-১ গোলে ড্র থাকলে টাইব্রেকারের আয়োজন করা হয়। সেখানেই ঘটে বিশ্বরেকর্ডটি।
এরআগে ২০০৭ সালে অনূর্ধ্ব -২১ ইউরোপীয় ফুটবল আসরে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের এক ম্যাচে টাইব্রেকারে ৩২টি শট নেওয়া হয়েছিল।