• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

৩৩তম সেঞ্চুরি উইলিয়ামসনের, নিশ্চিত হারের মুখে ইংল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০২:০৬ পিএম
৩৩তম সেঞ্চুরি উইলিয়ামসনের, নিশ্চিত হারের মুখে ইংল্যান্ড
সেঞ্চুরির পর কেন উইলিয়ামসন । ছবি : সংগৃহীত

সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসে ১৫৬ রানের দারুণ এক সেঞ্চুরি উপহার দিলেন। যা ছিল বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটার ৩৪ বছর বয়সী উইলিয়ামসনের ৩৩তম সেঞ্চুরি। বাজবলের ধারক-বাহক ইংল্যান্ড দল প্রথম দুই টেস্টে জিতে সিরিজ নিশ্চিত করলেও তৃতীয় ম্যাচে এসে ব্যাটিং ব্যর্থতায় নিশ্চিত হারের মুখে পড়েছে।

হোয়াইটওয়াশ এড়াতে শেষ টেস্টে সোমবার দ্বিতীয় দিনের খেলা শেষে চালকের আসনে রয়েছে স্বাগতিকরা। জিততে ইংল্যান্ডকে বাকি দুই দিনে করতে হবে ৬৪০ রান। তাদের হাতে রয়েছে ৮ উইকেট।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে ৪১৮ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। তাই কোনো অঘটন না ঘটলে টিম সাউদির বিদায়ী টেস্ট জয়ে রাঙানো এখন কেবল সময়ের অপেক্ষা। 

ম্যাচে নিউজিল্যান্ড দুই ইনিংসে করে ৩৪৭ ও ৪৫৩ রান। আর প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হওয়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮ রান তুলতেই ২টি উইকেট হারিয়ে বসে।

কিউইদের দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসন ২০৪ বলে ২০টি চার ও ১টি ছক্কায় ১৫৬ রান করেন। এছাড়া, উইল ইয়ং ৬০, ড্যারিল মিচেল ৬০, মিচেল সান্টনার ৪৯ রান করেন।

ইংল্যান্ডের বেথেল ৩টি এবং বেন স্টোকস ও শোয়েব বশির ২টি করে উইকেট লাভ করেন।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জ্যাক ক্রাউলি ৫ ও ডাকেট ৪ রান করে ফিরে যান। বেথেল ৯ রানে অপরাজিত রয়েছেন।

নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও টিম সাউদি ১টি করে উইকেট পান।   

 

 

Link copied!