ভারতের আইপিএল ড্রাফটে বাংলাদেশের সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ সহ ১২ জন নাম দিয়েছিলেন। কিন্তু রহস্যজনক কারণে একজনের নামও নিলামে তোলা হয়নি। বলা যায়, বাংলাদেশকে অবজ্ঞা করেছে আইপিএল দলগুলো একজোট হয়ে। তবে তাদের জন্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খোলা।
পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। দুই তারকা ক্রিকেটার মোস্তাফিজ ও সাকিবের নাম জমা দেয়ার কথা আগেই জানা গেছে। এবার জানা গেল, আরও ২৮ ক্রিকেটার রয়েছেন পিএসএলের ড্রাফটে।
ক্রিকেট পাকিস্তান তাদের এক খবরে ড্রাফটে থাকা এই বাংলাদেশি ক্রিকেটারদের নাম জানিয়েছে। আগামী ১১ জানুয়ারি তারিখে হবে সেই ড্রাফট। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন বিবেচনায় চলতি বছর পিএসএল আসর খানিকটা পরেই শুরু হবে।
এপ্রিল-মে মাসে হবে এবারের পিএসএল। তাতে দেখা মিলতে পারে বাংলাদেশ দলের একাধিক তারকার। জাতীয় দলের অংশ হয়ে থাকা অনেক ক্রিকেটারই ড্রাফটে নাম জমা দিয়েছেন।
আগামী ৮ এপ্রিল পাকিস্তানে শুরু হবে পিএসএল। লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএলের দশম আসর। আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ মে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।
পিএসলের ড্রাফটে বাংলাদেশিদের তালিকা: সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।