ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ। এবার পালা বাংলাওয়াশের। ২৩তম বাংলাওয়াশের দ্বারপ্রান্তে সাকিব আল হাসানরা।
২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতে নেয় ৪-০ ব্যবধানে। মূলত এরপরই বাংলাওয়াশ শব্দের প্রচলন ঘটে। যদিও ২০০৬ সালে কেনিয়াকেও হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর একে একে বাইশবার প্রতিপক্ষকে সিরিজে ধরাশায়ী করেছে টাইগাররা। এবার ২৩তম কীর্তি গড়ার সামনে বাংলাদেশ।
টানা দুই ম্যাচ জয়ে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে মঙ্গলবার (১৪ মার্চ)। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
বাংলাদেশ সবচেয়ে বেশিবার হোয়াইটওয়াশ করেছে ওয়ানডে সংস্করণে। সর্বোচ্চ ষোলোবার নিজেদের পছন্দের সংস্করণে প্রতিপক্ষকে ধরাশায়ী করেছে টাইগাররা। দেশের মাটিতে সবচেয়ে বেশিবার সফরকারীদের বাংলাওয়াশের তিক্ত স্বাদ উপহার দিয়েছে। ২২ হোয়াইটওয়াশের মধ্যে ১৫টি দেশে আর ৭টি দেশের বাইরে প্রতিপক্ষের মাঠে পেয়েছে বাংলাদেশ।