২০২৩ সাল বাংলাদেশ ক্রিকেটের সেরা বছর হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ০৬:২৩ পিএম
২০২৩ সাল বাংলাদেশ ক্রিকেটের সেরা বছর হবে
ছবি: সংগ্রহীত

 রাত পোহালে নতুন বছরের সূর্য উঠবে, তবে তার আগে আর মাত্র কয়েক ঘণ্টা পর পর ২০২০ শেষে শুরু হবে ইংরেজী ২০২৩ সাল। আসন্ন বছর বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিকে বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বলছেন, আগামী বছর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা বছর হবে।

তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে ধারাবাহিক বাংলাদেশ। ২০২৩ সালে ভারতের অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ। সামর্থ্য, শক্তি ও কন্ডিশন বিবেচনায় ভারতে বাংলাদেশের নামও থাকবে ফেভারিটদের তালিকায়।

এছাড়া পাকিস্তানে এশিয়া কাপ সহ আগামী বছরে অন্তত ১৮টি ওয়ানডে খেলবে টাইগাররা। সবমিলিয়ে পছন্দের ফরম্যাটের এতগুলো ম্যাচ থাকায় বছরটা ভালোই কাটার কথা বাংলাদেশের।

তবে শুধু ভালো নয়, সাকিবের মতে ২০২৩ সাল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা বছর হবে। আর এটা সাকিব মনেপ্রাণে বিশ্বাসও করেন।

সাকিব বলেন, “আমি মনে করি ২০২৩ সালটা আমাদের জন্য, আমাদের ক্রিকেট ইতিহাসের সেরা বছর হবে। এটা আমি বিশ্বাস করি, মনেপ্রাণেই বিশ্বাস করি এমনটা হবে। আর এটা শুধু একটা ফরম্যাটে না, তিনটা ফরম্যাটেই।”

Link copied!