দুরন্ত ব্যাটিংয়ে বাবার রেকর্ড ভাঙলেন ১৬ বছরের রকি ফ্লিনটফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১২:৫৮ পিএম
দুরন্ত ব্যাটিংয়ে বাবার রেকর্ড ভাঙলেন ১৬ বছরের রকি ফ্লিনটফ
অ্যান্ড্রিউ ফ্লিনটফ (ডানে) ও রকি ফ্লিনটফ। ছবি : সংগৃহীত

ক্রিকেট অস্ট্রেলিয়া ইলেভেনের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেললেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার অ্যান্ড্রিউ ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফ। মাত্র ১৬ বছর বয়সেই ইংল্যান্ড লায়ন্সের হয়ে নজর কাড়লেন এই ক্রিকেটার। ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে কার্যত আগুন লাগিয়ে দেন এই উঠতি ক্রিকেটার। ‘বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া’, কথাটাই যেন আরেকবার সত্যি করলেন তিনি। একটা সময় বিশ্ব ক্রিকেটে দাপিয়ে খেলার পাশাপাশি অস্ট্রেলিয়ানদেরও মাথা ব্যথার কারণ ছিলেন অলরাউন্ডার ফ্লিনটফ।

১২৪ বলে দুরন্ত শতরান করেন ইংল্যান্ড লায়ন্সের এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে শতরানের পর আকাশে লাফিয়ে উঠে সেলিব্রেশন করেন রকি, তা দেখে ডাগআউটের সকলেই উঠে তাঁকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানান। নিজের ঝকঝকে ইনিংসে মারেন ৬টি ছয়। অর্থাৎ বাবা অ্যান্ড্রিউ ফ্লিনটফ যেমন মারকাটারি ইনিংস খেলতেন, তেমনই নজরকাড়া ইনিংস খেললেন তিনি।

৯ নম্বরে ব্যাট  করতে আসা রকি দলের পতন আটকান। কারণ তখন ইংল্যান্ড লায়ন্সের স্কোর ছিল ৭ উইকেটে ১৬১। এরপর তার শতরানের সুবাদেই দলগত স্কোর পৌঁছায় ৩১৬তে। তার এই ইনিংসের সুবাদে ইংল্যান্ড লায়ন্স দল ১০২ রানের প্রথম ইনিংসে লিড পায়। মিডল ওভারে মাত্র ২৭ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়েছিল লায়ান্সরা, তখনই দলকে বাঁচান রকি।

ইংল্যান্ড লায়ন্সের অধিনায়ক অ্যালেক্স ডেভিস করেন ৭৬ রান, ফ্রেডি ম্যাককান করেন ৫১ রান। এরপর রকি ১২৭ বলে ১০৮ রানের ইনিংস খেলেন। মারেন ৯টি চার। বাবার মতোই স্ট্রোক প্লে খেলা শুরু করেন রকি, যা আটকানোর কোনও উপায়ই খুঁজে পাচ্ছিল না ক্রিকেট অস্ট্রেলিয়া ইলেভেনের বোলাররা। ইংল্যান্ড ‘এ’ বা লায়ন্সের হয়ে মাত্র ১৬ বছর ২৯১ দিন বয়সে শতরান করে নজির গড়লেন রকি। তিনি বাবার রেকর্ড ভেঙে দিলেন। ১৯৯৮ সালে কেনিয়ার বিরুদ্ধে নাইরোবিতে কনিষ্ঠতম ইংল্যান্ড ‘এ’ দলের ক্রিকেটার হিসেবে শতরান করেছিলেন অ্যান্ড্রিউ ফ্লিন্টফ।

Link copied!