• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
মুম্বাই টেস্ট

প্রথম দিনেই ১৪ উইকেটের পতন, নিউজিল্যান্ড এগিয়ে ১৪৯ রানে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৬:০০ পিএম
প্রথম দিনেই ১৪ উইকেটের পতন, নিউজিল্যান্ড এগিয়ে ১৪৯ রানে
রোহিত শর্মাকে আউট করে উল্লাস ম্যাট হেনরির। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের লক্ষ্য ভারতকে হোয়াইটওয়াশ করা। আর ভারতের লক্ষ্য তা এড়ানো। শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম দিনেই পতন হয়েছে দুই দলের মোট ১৪ উইকেট। তাতে ১৪৯ রানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।

প্রথম দুই টেস্টে জিতে ভারতের বিপক্ষে ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। তাই হোয়াইটওয়াশ এড়াতে ভারত বিশেষ নির্দেশ দিয়ে রেখেছিল শেষ টেস্টের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের কর্তৃপক্ষকে। ম্যাচে কী হবে, তা অনুমিতই ছিল।

ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের শেষ টেস্টে হচ্ছেও তাই। প্রথম দিনে শুরুতে ব্যাট করা নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট ২৩৫ রানে অলআউট হয়ে যায়। ৯ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন স্পিনাররা।

নিউজিল্যান্ডকে মাঝারি ধরনের স্কোরে বেঁধে রাখলেও ভারত তাদের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি। প্রথম দিনের খেলাশেষে দলের স্কোর ৮৬ রান হতেই চারটি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

ভারতের রোহিত শর্মা ১৮, যশস্বী জসওয়াল ৩০, মোহাম্মাদ সিরাজ ০ এবং বিরাট কোহলি ৪ রান করে আউট হন। শুবমান গিল ৩১ এবং রিশভ পান্ত ১ রানে অপরাজিত রয়েছেন।

নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল ২টি এবং ম্যাট হেনরি ১টি উইকেট লাভ করেন।

এর আগে, টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্রুতই তিনটি উইকেট হারিয়ে বসে কিউইরা। তবে চতুর্থ উইকেটে নিউজিল্যান্ড প্রতিরোধ গড়ে তোলে উইল ইয়াং ও ড্যারিল মিচেলের ব্যাটে চড়ে। দুজনই ফিফটি করেন। শেষমেশ ইয়াংকে ফিরিয়ে ৮৭ রানের জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা।

এরপর আর বড় জুটি পায়নি নিউজিল্যান্ড। পরের ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে শামিল হয়েছেন। এক পাশে দাঁড়িয়ে তা দেখে পাল্টা আক্রমণ করার চেষ্টা করেছেন মিচেল। তিনি শেষমেশ থামেন ৮২ রানে।

জাদেজা ৫ উইকেট তুলে নেন ৬৫ রান খরচায়। আগের টেস্টে ১৩ উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দর ৮১ রানে তুলে নেন ৪ উইকেট।

প্রথম টেস্টে ৮ উইকেটে এবং দ্বিতীয় টেস্টে ১১৩ রানে জয়লাভ করে নিউজিল্যান্ড দল।

Link copied!