• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১২ রজব ১৪৪৬

১৪ কোটি টাকা আয় নেইমারের পায়ে বল স্পর্শ করলেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০১:১৮ পিএম
১৪ কোটি টাকা আয় নেইমারের পায়ে বল স্পর্শ করলেই
নেইমার। ছবি : সংগৃহীত

মাত্র ৪ সেকেন্ডে ব্রাজিল ফুটবলের মহাতারকা নেইমারের আয় শুনলে অবাক হতেই হবে। আর সেটা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি টাকার ওপরে।

হ্যাঁ, অবিশ্বাস্য ঠেকলেও গত বছর এমনই আয় করেছেন নেইমার। সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে যে চুক্তি তাতে বছরে ১০১ মিলিয়ন ইউরো (প্রায় ১২৭০ কোটি টাকা) পাবেন এই সুপারস্টার। বিশ্ব ফুটবলে সর্বোচ্চ আয় করা তিন ফুটবলারের মধ্যে একজন তিনি।

২০২৪ সালে চোটের কারণে মাত্র ৪২ মিনিট মাঠে ছিলেন নেইমার। তাতে করে ওই বছর এক মিনিটে ২.৪ মিলিয়ন ইউরো (প্রায় ৩০ কোটি টাকা) আয় করেছেন তিনি।

এতেই চোখ কপালে উঠে গেছে? আরেকটি পরিসংখ্যান শুনুন। গত বছর দুই ম্যাচে মাত্র ৪৫ বার বলে টাচ করেছেন নেইমার। প্রতি টাচে তার পেছনে খরচ হয়েছে ১১ লাখ ইউরোর মতো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা।

মানে একবার বল পায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টে ১৪ কোটি টাকা ঢুকে গেছে নেইমারের। অবাক করা বিষয় হলেও, এটা সত্য ।

Link copied!