• ঢাকা
  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

১৩ বছরের ক্ষুদে তারকার বারো মাসে ৪৯ সেঞ্চুরি, নাম উঠলো আইপিএলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৬:১১ পিএম
১৩ বছরের ক্ষুদে তারকার বারো মাসে ৪৯ সেঞ্চুরি, নাম উঠলো আইপিএলে
বৈভব সূর্যবংশী। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুযোগ পাওয়া আর পারফর্ম করাটা খুবই কঠিন এক কাজ। প্রতিযোগিতামূলক আইপিএলের মঞ্চে এবারই দেখা মিলতে পারে মাত্র ১৩ বছর বয়সী এক খুদে ক্রিকেট তারকার।

আইপিএলের মেগা নিলামের আগে প্রকাশি হয়েছে চূড়ান্ত তালিকা। যেখানে জায়গা পেয়েছেন ৫৭৪ ক্রিকেটার। এর মধ্যে আছে বাঁহাতি ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশীর নামটাও। এবার নিলাম থেকে দল পেলে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার রেকর্ড গড়বেন তিনি।

২০১১ সালের ২৭ মার্চ বিহারের তাজপুর গ্রামে জন্মগ্রহণকারী এই কিশোর নিজের পারফরম্যান্স দিয়ে আলোচনায়। ইতোমধ্যেই খেলেছেন ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলে। সাদা পোশাকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করেছেন ৫৮ বলে সেঞ্চুরি। যা যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এই সেঞ্চুরি করার সময় তার বয়স ছিল ১৩ বছর ১৮৮ দিন। ফলে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটা তারেই দখলে।

আভ্যন্তরীণ ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন মাত্র ৯ বছর বয়সে বাবার তত্বাবধানে ক্রিকেট চর্চা শুরু করা বৈভব। ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। সেটা রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে। এ ছাড়া হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছেন বৈভব। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। এরপর ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করে ৪০০ রান।

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতেও খেলেছেন বৈভব। ৫০ ওভারের এই আসরে ট্রিপল সেঞ্চুরি করেছেন বৈভব। ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত এক বছরে বৈভব বিভিন্ন ক্রিকেট আসরে মোট ৪৯টি সেঞ্চুরি করেছেন।

ঘরোয়া আর বয়স ভিত্তিক দলে এমন পারফরম্যান্স দিয়ে আইপিলের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বৈভব। নিলামের টেবিলে এই কিশোরের ওপর কোনো ফ্র্যাঞ্চাইজি আস্থা রাখে কি না, সেটাই এখন দেখার।

আইপিলের এবারের নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়। ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি। যেখানে বাংলাদেশের রয়েছে ১২ জন ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে ৭০টি।

 

Link copied!