• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

১১ জন ব্যাটার ১০ ওভারে করলেন ১০ রান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০১:৩০ পিএম
১১ জন ব্যাটার ১০ ওভারে করলেন ১০ রান
ছবি : সংগৃহীত

মঙ্গোলিয়া ক্রিকেট খেলা শুরু করেছে খুব বেশি দিন হয়নি। গত এশিয়ান গেমসে প্রথম আবির্ভাব। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ১৩তম টি-টোয়েন্টি খেলতে নেমেছিল দলটি। এর মধ্যে বৃষ্টিতে একটি ম্যাচ ভেসে গেছে, হেরেছে বাকি সব ম্যাচে।

এই খেলায় তারা যে একদম নতুন, সেটা প্রতি ম্যাচেই স্পষ্ট হয়। এখন পর্যন্ত কোনো ম্যাচে ৭৫ রান পার করতে পারেনি তারা। ৩১ আগস্ট কুয়ালালামপুরে হংকংয়ের বিপক্ষে সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড গড়ার সম্ভাবনা ছিল। তবে শেষ পর্যন্ত ১৭ রান করতে পেরেছিল মঙ্গোলিয়া।

সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছে মঙ্গোলিয়া। এতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডের পাশে বসেছে তারা। এর আগে এই ‘কীর্তি’ ছিল শুধু আইল অব ম্যান-এর। ২০২৩ সালে ২৬ ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ৮.৪ ওভারে ১০ রানে অলআউট হয়েছিল ইউরোপের ছোট দেশটি।

সে রেকর্ড গত মে মাসেই ভাঙার সম্ভাবনা জাগিয়েছিল মঙ্গোলিয়া। জাপানের বিপক্ষে ১২ রানে অলআউট হয়েছিল তারা। আজ বাঙ্গিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে সিঙ্গাপুরের প্রথম বলেই উইকেট হারায় মঙ্গোলিয়া। ৩ বল পরই আবার, তখনো স্কোরবোর্ডে কোনো রান আসেনি। লেগ স্পিনার হর্ষ ভরদ্বাজ নিজের প্রথম তিন ওভারেই অন্তত একটি করে উইকেট নিয়েছেন। তাতে পঞ্চম ওভারেই ৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে মঙ্গোলিয়া।

ষষ্ঠ ওভারে গিয়ে প্রথম অনু কোনো বোলারের বলে উইকেট হারায় মঙ্গোলিয়ানরা। অক্ষয় পুরির ষষ্ঠ ওভারে পড়ে দুই উইকেট। মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে নতুন বিশ্বরেকর্ডের সম্ভাবনা জাগিয়েছিল দলটি। ১৭ বছরের শেষ ওভারেও এক উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করেন। ৪ ওভারে ৩ রান দিয়ে ৬ উইকেট পেয়েছেন তিনি। ওদিকে ৬ রানে ৮ উইকেট হারিয়ে বসে মঙ্গোলিয়া।

শেষ উইকেটে ৩ রান দলকে দুই অঙ্কে নিয়ে যায়। মঙ্গোলিয়ার দুই ব্যাটসম্যান ২ রান করেছেন, আর পাঁচজন আউট হয়েছেন শূন্য রানে। সর্বনিম্ন রানের রেকর্ডটি এককভাবে নিজেদের করতে না পারলেও আন্তর্জাতিক ক্রিকেটের সর্বনিম্ন চারটি স্কোরের তিনটিই এখন মঙ্গোলিয়ার।
তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারিয়েছিল সিঙ্গাপুর। পরের চার বলেই অবশ্য ১ চার ও ১ ছক্কায় ১৩ রান তুলে ম্যাচ শেষ করেছে সিঙ্গাপুর।
মঙ্গোলিয়া ১১৫ বল আগেই ম্যাচ হারলেও সবচেয়ে বড় ব্যবধানের হারটি এখনো আইল অব ম্যানের। কারণ ১১ রান তাড়া করতে স্পেনের মাত্র ২ বল লেগেছিল। হলে ১১৮টি বলই বাকি ছিল সেবার। 

Link copied!