• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতের বিদায়ে সাবেক ক্রিকেটাররা কী বলছেন?


ফারজানা ববি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ১১:২১ এএম
ভারতের বিদায়ে সাবেক ক্রিকেটাররা কী বলছেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে ভারত বিদায় নিয়েছে গত রোববার (৭ নভেম্বর)। তবে নিজেদের ম্যাচে হেরে নয়, বরং আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে কিউইদের জয়ে নিশ্চিত হয় ভারতের বিদায়।

আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড জয়ের ফলে পাকিস্তানের সঙ্গে তারাও সঙ্গী হলো শেষ চারের। আফগানদের বিদায়ের পাশাপাশি ভারতেরও বিদায় হয়ে যায়। সোমবার (৮ নভেম্বর) নামিবিয়ার বিপক্ষে শেষ নিয়ম রক্ষার ম্যাচে নামবে বিরাট কোহলিরা।

ভারতের বিদায়ে সমালোচনা-আলোচনা চলছে চারদিকে। সাবেক ক্রিকেটাররা কাটাছেঁড়া করছেন, বিশ্লেষণ করছেন। কেউ কেউ খোঁচা দিতেও ভুলছেন না। আফগান-কিউইদের ম্যাচের পর ভারতের ডানহাতি ব্যাটার বীরেন্দ্রর শেবাগ টুইটারে একটি ট্রল ভিডিওর ছবিজুড়ে দেন, সেখানে ভারতের বিদায়ের ইঙ্গিত দেওয়া আছে। ক্যাপশনে অবশ্য ভারতকে মেনশন করেন তিনি।

ভারতীয় আরেক অলরাউন্ডার ইরফান পাঠান লেখেন, “পরবর্তী সময়ে আরও ভালো পরিকল্পনা হোক।”

সাবেক ভারতীয় ব্যাটার জসিম জাফরও একটি ট্রল ছবি পোস্ট করে ভারতের বিদায়কে ইঙ্গিত করেছেন। সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ভি ভি এস লক্ষ্মণ অবশ্য ভারতের প্রসঙ্গই তোলেননি। তিনি নিউজিল্যান্ডের ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন।

Link copied!