• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগামী বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ: ডমিঙ্গো  


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৬:২৩ পিএম
আগামী বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ: ডমিঙ্গো  

চলতি বিশ্বকাপে দুই ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের লক্ষ্য থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বিশ্বকাপে হ্যাট্রিক হার, দলের খেলোয়াড়দের মধ্যে চোট এসব মাথায় নিয়েই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। চলতি বিশ্বকাপে ভালো করতে না পারলেও আগামী বিশ্বকাপে ভালো করবে বলে আশার বাণী শুনিয়েছেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। 

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে রাসেল ডমিঙ্গো। সেখানে তিনি বলেন আগামী বিশ্বকাপে ভালো অবস্থানে থাকবে টাইগাররা। ডমিঙ্গোর মতে, ‘আমরা জানি আমাদের যোগ্যতা অনুযায়ী এখনও ম্যাচ খেলতে পারিনি। কিন্তু তা রাতারাতি পরিবর্তন করা সম্ভব হবে না। এর জন্য আমাদের সময় প্রয়োজন। এটা একটা প্রক্রিয়া, আর এক বছরের মধ্যে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা সে আসরে আরও ভালো অবস্থায় থাকব।’

টাইগাররা হারলেও দুইটি ম্যাচেই জয়ের খুব কাছাকাছি ছিল। আর দলে আগত তরুণ খেলোয়াড়দের নিয়ে ডমিঙ্গো বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফলাফল অনেক গুরুত্বপূর্ণ। গত এক বছরে আমরা টি-টোয়েন্টিতে বেশ কিছু জয় পেয়েছি, বড় সিরিজ জয় পেয়েছি। এখন সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে মাত্র দুটি অল্প ব্যবধানের হারে দলকে যাচাই করা ঠিক হবে না। আমার মনে হয় দল আগামীতে ভালো করার জন্য মুখিয়ে আছে। আমাদের খুব ভালো কিছু তরুণ ক্রিকেটার উঠে এসেছে। তারা বড় দলের বিপক্ষে ভালো খেলেছে। আমার চোখে এখনও অনেক ইতিবাচক দিক আছে।’

টি-টোয়েন্টিতে যে বাংলাদেশ ভালো করছে তা র‍্যাঙ্কিংয়ের মাধ্যেমে বুঝিয়ে দেন টাইগারদের কোচ। বলেন, "সঙ্গে এটাও জানি যে অনেক নেতিবাচক দিকও আছে। নির্দিষ্ট ক্রিকেটার এবং কোচিং স্টাফদের কিছু কাজে নিয়ে সমালোচনা হচ্ছে। তবুও আমি বলব দল ভালই এগিয়েছে। ১১ মাস আগে আমরা ১১ নম্বর দল ছিলাম এখন আমরা টি-টোয়েন্টিতে ষষ্ঠ। বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাঙ্কিং।" 

Link copied!