• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বার্সায় ফিরতে চান মেসি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৫:৪৭ পিএম
বার্সায় ফিরতে চান মেসি!

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। চলতি মৌসুমেই বার্সার আর্থিক জটিলতা ও লা লিগার বিভিন্ন নিয়মের বেড়াজালে পড়ে ইচ্ছা সত্ত্বেও বার্সা ছাড়তে হয়েছে মেসিকে। ৩৪ বছর বয়সী ২১ বছর পর বার্সা ছাড়া খুব একটা ভালো অবস্থানে নেই। প্যারিসে পরিবার নিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে মেসির। তাই সিদ্ধান্ত নিয়েছেন পিএসজির সঙ্গে চুক্তি শেষে বার্সায় ফিরবেন আর্জেন্টাইন অধিনায়ক। 

সংবাদ মাধ্যম স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, "আমি জানি না পিএসজির সঙ্গে আমার চুক্তি কবে শেষ হবে। কিন্তু এটা মোটামুটি নিশ্চিত যে আমি আমার পরিবার নিয়ে আবার বার্সেলোনায় ফিরব। আর বাকি জীবন সেখানে কাটাব। আমি আর আমার স্ত্রীর এটাই চাওয়া।"

এখনও নিজের সর্বোচ্চটা দিয়ে বার্সাকে সহায়তা করতে চান মেসি। আর ছয় বারের ব্যালন ডি'অর জয়ীর ইচ্ছা ক্লাবের টেকনিক্যাল সেক্রেটারি হওয়া। মেসি বলেন, 'আমি সবসময় বলেছি যে আমি ক্লাবকে ভালবাসি। আমার দ্বারা যতটা সম্ভব তা দিয়ে আমি ক্লাবকে সহায়তা করতে চাই। যাতে ক্লাব আরও ভালো করতে পারে। ক্লাবের টেকনিক্যাল সেক্রেটারি হওয়াটা আমি সবচেয়ে পছন্দ করব। আমি জানি না এটা বার্সেলোনায় হব নাকি অন্য কোথাও।"  

বার্সাকে সহায়তা করার কারণ জানিয়ে মেসি বলেন, "যদি কোন ধরনের সম্ভাবনা থাকে আমি ক্লাবকে সহায়তা করতে চাই। কারণ এই ক্লাবকে আমি ভালবাসি আর এজন্য বিশ্বসেরা ক্লাব হতে আমি বার্সাকে সহায়তা করতে চাই।" 

Link copied!