টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কাছে হেরে অনেকটা খাদের কিনারায় টাইগাররা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও খুব একটা স্বস্তিতে নেই। বর্তমান চ্যাম্পিয়নরাও নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে চাপে রয়েছে। এর মধ্যে ইনজুরি অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে ক্যারিবীয় শিবিরে।
বাংলাদেশের বিপক্ষের আগে চোট পেয়ে ছিটকে গেছেন দলটির বাঁ-হাতি পেসার ওবেড ম্যাকবয়। বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ডান পায়ে চোট পেয়েছেন ম্যাকবয়। তার বদলে স্কোয়াডে এসেছেন জেসন হোল্ডার।
শনিবার ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ম্যাকবয়। ৬ উইকেটে হেরে যাওয়া ওই ম্যাচে দুই ওভার বল করে ১২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পরের ম্যাচে আর মাঠে নামেননি তিনি।
বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে মূল দলে যোগ করতে চাইলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি লাগে। ক্রিকেটের নিয়ন্তা সংস্থাও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হোল্ডারকে বদলি নেওয়ার অনুমোদন দিয়েছে টেকনিক্যাল কমিটি।