• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

জেনে নেওয়া যাক এবারের আসরের খুঁটিনাটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০৩:৫৯ পিএম
জেনে নেওয়া যাক এবারের আসরের খুঁটিনাটি

দীর্ঘ পাঁচ বছর পর আবার মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোববার (১৭ অক্টোবর) মূল পর্বের গ্রুপ ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে এবারের আসরের। প্রথম ম্যাচে ওমান মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে এবারের আসরের পর্দা নামবে।

এবার স্বাগতিক কারা?

ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজক হলেও ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে। ভারতে কোভিড-১৯-এর পরিস্থিতি বিবেচনায় গত জুনেই সিদ্ধান্ত হয় ম্যাচগুলো দেশের বাইরে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে কতটি দল অংশ নেবে?

১৬টি

দলগুলোর বিন্যাস কেমন হবে?

টুর্নামেন্ট দুটি রাউন্ডে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে আটটি দল থাকবে। দলগুলি দুটি গ্রুপে বিভক্ত থাকবে।

গ্রুপ এ : শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া।
গ্রুপ বি: বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান।

প্রতিটি দল তার গ্রুপের প্রত্যেকটি দলের সাথে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। আল আমিরাত, শারজাহ এবং আবুধাবিতে ১২টি ম্যাচের পর প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ড সুপার ১২তে উন্নীত হবে। যেখানে তারা আটটি শীর্ষ টি-টোয়েন্টি দলের সঙ্গে যুক্ত হবে। এই পর্বে দলগুলো আবার দুটি গ্রুপে বিভক্ত হবে।

গ্রুপ ১ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এ১ এবং বি২
গ্রুপ ২: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, বি১ এবং এ২

এখানে আবার প্রথম পর্বের মতো দলগুলো একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। এই রাউন্ডে শারজাহ, আবুধাবি এবং দুবাইয়ে ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল সেমিফাইনালে উঠবে।

পয়েন্ট সিস্টেম কেমন হবে?

প্রত্যেকটি রাউন্ডে একটি দল জয়ের জন্য দুটি পয়েন্ট পাবে। ফলাফল টাই বা পরিত্যক্ত হলে এক পয়েন্ট এবং পরাজিত দলের জন্য শূন্য পয়েন্ট। যদি দুই বা তারচেয়ে বেশি দলের সমান পয়েন্ট হয় তবে নিম্নলিখিত বিষয়াদি বিবেচনায় ধরা হবে:

- জয়ের সংখ্যা
- নেট রান রেট
- হেড টু হেড ফলাফল (প্রথমে পয়েন্ট, তারপর সেই খেলায় নেট রান রেট)
- আসল প্রথম রাউন্ড/সুপার ১২ মূল

ডিআরএস পদ্ধতি থাকবে কি না?

প্রথমবারের মতো পুরুষদের টি -টোয়েন্টি বিশ্বকাপে রিভিউ থাকবে। প্রত্যেক দলকে প্রতি ইনিংসে সর্বোচ্চ দুটি অসফল আবেদন করার অনুমতি দেওয়া হবে। এটি অবশ্য মহামারির পর ক্রিকেট পুনরায় শুরু হওয়ার পর থেকে টি-টোয়েন্টির ক্ষেত্রে ব্যবহার হচ্ছিল।

ম্যাচ টাই হলে কী হবে?

টাই হলে দলগুলো সুপার ওভার খেলবে। যদি সুপার ওভারও সমান হয়, দলগুলো একটি ওভার না হওয়া পর্যন্ত সুপার ওভার খেলতে থাকবে। যদি আবহাওয়া বা সময় সীমাবদ্ধতার কারণে সুপার ওভার সম্ভব না হয়, তাহলে ম্যাচটি টাই ঘোষণা করা হবে এবং দলগুলোকে একটি করে পয়েন্ট দেওয়া হবে। যদি সেমিফাইনালের ম্যাচে কোনো ফলাফল অর্জন করা না যায় (অথবা ম্যাচটি যদি পরিত্যক্ত হয়), তাহলে যে দলটি সুপার ১২ গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল, সে দল ফাইনালে উন্নীত হবে। ফাইনালে একই ধরনের ঘটনা ঘটলে উভয় দলকে যৌথ বিজয়ী ঘোষণা করা হবে।

রিজার্ভ ডে থাকবে?

গ্রুপ পর্যায়ে ম্যাচের জন্য কোনো সংরক্ষিত দিন নেই। কেবল সেমিফাইনাল এবং ফাইনালের জন্য সংরক্ষিত দিন আছে। ম্যাচ কর্মকর্তারা নির্ধারিত দিনে খেলা শেষ করার চেষ্টা করবেন। যদি তা না হয়, তাহলে রিজার্ভ ডে-তে ম্যাচটি আবার শুরু হবে।

এবারের আসরের ফেভারিট কারা?

যদি কোনো দলকে ফেভারিট হিসেবে ভাবা হয়, তাহলে তা হচ্ছে ইংল্যান্ড। তবে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রত্যেক দল তাদের সামর্থ্যের সেরাটা দিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে চাইবে।

বিজয়ীরা কী নিয়ে বাড়ি ফেরে?

চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার, রানার্স আপ দল পাবে ৮০০০০০ মার্কিন ডলার এবং দুই সেমিফাইনালিস্ট প্রত্যেক দল পাবে ৪০০০০০ মার্কিন ডলার।

দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে?

হ্যাঁ, কিন্তু স্বল্প সংখ্যক দর্শক এই সুযোগ পাবে। ওমানের আল আমিরাত স্টেডিয়াম ৩০০০ দর্শকদের জন্য অস্থায়ী কাঠামো তৈরি করেছে। ওমান সরকার দেশ এবং স্টেডিয়াম উভয়ে প্রবেশকারী সকলের জন্য টিকা দেওয়া বাধ্যতামূলক করেছে। সংযুক্ত আরব আমিরাতে সমস্ত ভেন্যুগুলোতে সর্বোচ্চ ধারণক্ষমতার ৭০% এর জন্য কাজ করবে। আবুধাবির স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে চাইলে দুবার টিকা দেওয়ার বিষয়ে নিশ্চয়তা দিতে হবে। অন্যদিকে দুবাই এবং শারজায় সকল ভেন্যুতে মাস্ক পরতে হবে।

Link copied!