• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফাইনালে উঠেও তিরস্কৃত হলেন সাকিবের সতীর্থ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৪:৫০ পিএম
ফাইনালে উঠেও তিরস্কৃত হলেন সাকিবের সতীর্থ 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে ছোট লক্ষ্য নেমে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। এ জয়ে ফাইনালে পৌঁছে গেছে সাকিবের কলকাতা। তবে ফাইনালে পৌঁছালেও আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে তিরস্কৃত হলেন সাবেক নাইট অধিনায়ক দীনেশ কার্তিক।

আইপিএলের বিজ্ঞপ্তিতে কার্তিকের আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও ঘটনার উল্লেখ করা হয়নি। তবে হাই-ভোল্টেজ ম্যাচে আউট হওয়ার পর হতাশায় স্টাম্প ফেলে দেন কার্তিক। আইপিএলের আচরণবিধিতে এমন ঘটনাকে লেভেল ওয়ান অপরাধ হিসেবেই উল্লেখ করা হয়। 

এক বিজ্ঞপ্তিতে আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোড অফ কন্ডাক্টের ২.২ ধারা ভঙ্গ করেছেন কার্তিক। আর এটিকে লেভেল-ওয়ান অপরাধ হিসেবে গণ্য করা হয়। তাই বড় কোন শাস্তি পেতে হয়নি এই উইকেট কিপার ব্যাটসম্যানকে। তবে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন কার্তিক।

উল্লেখ্য, শারজার দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩ বল খেলে খাতা খোলার আগেই রাবাদার বলে বোল্ড হন দীনেশ কার্তিক। ম্যাচে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে। 

জবাবে ব্যাট করতে নেমে অপেনারদের দুর্দান্ত শুরুর পরেও শেষ দিকে এসে দ্রুত উইকেট হারাতে থাকে কলকাতা। জয়ের জন্য শেষের ২২ বলে যেখানে ১২ রান প্রয়োজন ছিল সেখানে সমীকরণ দাঁড়ায় শেষ ২ বলে ৬ রান। অবশ্য ১ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছেড়েছে কলকাতা। 

Link copied!