দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ড্র করেছিল জামাল ভূঁইয়ারা। এবার টেবিলের শীর্ষস্থানে উঠতে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচের জন্য একাদশ প্রকাশ করেছে অস্কার ব্রুজন। ভারতের বিপক্ষে লাল কার্ড দেখায় এ ম্যাচে নেই ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। এছাড়া কার্ড জটিলতায় এ ম্যাচে নেই উইঙ্গার রাকিব হোসেন।
ফলে এই দুইজনকে ছাড়াই সেরা একাদশ সাজাতে হচ্ছে কোচকে। রাকিব হোসেনের জায়গায় আজ খেলবেন সোহেল রানা আর বিশ্বনাথ ঘোষের জায়গায় রহমত মিয়াকে জায়গা দিয়েছেন কোচ অস্কার।
দ্বিতীয় ম্যাচে বদলি হিসেবে খেলা সোহেল আছেন শুরুর একাদশে।
মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, ইয়াসিন আরাফাত, রহমত মিয়া , জামাল ভূঁইয়া (অধিনায়ক), ইব্রাহীম, বিপলু, সাদ উদ্দিন, সোহেল রানা ও মতিন মিয়া।