• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাইগারদের সেরা পাঁচে দেখতে চান পাপন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৭:৩৩ পিএম
টাইগারদের সেরা পাঁচে দেখতে চান পাপন 

চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন নাজমুল হাসান পাপন। আগামী চার বছরে দায়িত্বে থেকে দেশের ক্রিকেটের কোন কোন জায়গায় উন্নতি দেখতে চান তা নিয়ে কথা বলেছেন পাপন। বাংলাদেশ দলকে আইসিসি র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচে নিয়ে যাওয়া তার লক্ষ্য গুলোর মধ্যে একটি বলে জানিয়েছেন পাপন। 

এবারের নির্বাচনে জয়ী হওয়ার পরে বৃহস্পতিবার (৭ অক্টোবর) শেরে বাংলার কনফারেন্স হলে সাংবাদিকদের নিজের ইচ্ছের কথা জানান পাপন। 

ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতেই বাংলাদেশের অবস্থান মোটামুটি ভালো, তবে সামনে আরও আগাতে চান তিনি। এমনকি টাইগারদের সেরা পাঁচে দেখতে চান বিসিবি প্রেসিডেন্ট। বলেন, ‘বর্তমানে তিন ফরম্যাটের মধ্যে শুধু ওয়ানডেতে আমরা মোটামুটি ভালো। খুব ভালো বলার মতো ভালো দল এখনও হইনি। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ এই দুই বিশ্বচ্যাম্পিয়নের উপরে আমরা আছি। পরের লক্ষ্য শীর্ষ পাঁচে যাওয়া। ওখানে গেলে সহজে আমাদের আর নিচে নামতে হবে না। তাই আমাদের পরবর্তী লক্ষ্যই হলো কীভাবে পাঁচ নম্বর দল হওয়া যায়।’

তবে সেরা পাঁচে অবস্থান করতে চাইলেও কেন দুই বা তিনে থাকতে চান না, এমন প্রশ্নের ক্ষেত্রে পাপন বলেন, ‘জিজ্ঞেস করতে পারেন- কেন চার না বা তিন না। আমি মনেপ্রাণে বিশ্বাস করি- এখনকার অবস্থায় সাত থেকে পাঁচে ওঠা আমাদের জন্য হয়তো সম্ভব। একেক পর্যায় অনেক কঠিন। এর পরের পর্যায়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে আমরা এখনও সেই পরিমাণ কাজ করিনি। সেই সুযোগ সুবিধাও প্রতিষ্ঠিত হয়নি।’ 

টাইগাররা যেভাবে উন্নতি করছে সেই ধারা অব্যাহত রাখতে চান পাপন। বলেন, ‘যতই উন্নতি করি না কেন। বিশ্বময় ক্রিকেট অনেক উন্নত হয়েছে। ওদের সাথে খাপ খাইয়ে চলতে হলে আরও অনেক কিছু করতে হবে। সাফল্য ধরে রাখার জন্যই আরও অনেক কিছু করা দরকার।’

ওয়ানডে ছাড়া ক্রিকেটের বাকি দুই ফরম্যাটে বাংলাদেশের অবস্থান যথেষ্ট ভালো না। তবে সামনে আরও ভালো করাই প্রত্যাশা পাপনের। বিসিবি প্রেসিডেন্টের মতে, ‘টি-টোয়েন্টিতে আমাদের অবস্থান কোনোভাবেই ভালো ছিল না। টেস্টেও উন্নতি করার অনেক সুযোগ রয়েছে এবং উন্নতি করতে হবে। টি-টোয়েন্টিতে সমস্যা একটাই- এটা পাওয়ার গেম। আমাদের ব্যাটিংয়ে সেই পাওয়ার এখন পর্যন্ত রপ্ত করতে পেরেছি বলে মনে হয় না। মানে আমরা এত ভালো না। একেবারেই ভালো না তা বলছি না। ওরকম ভালো না। এটা ভালো করার জন্য দরকার।’ 

পাপন আরও বলেন, ‘বোলিং-ফিল্ডিংও গুরুত্বপূর্ণ। বোলিংয়ে আমাদের এখন বৈচিত্র্য এসেছে। টি-টোয়েন্টিতে একটা দিক ভালো করেছি। ফিল্ডিংও সাম্প্রতিক কিছু টেস্ট দেখে মনে হয়েছে আগের চেয়ে ভালো হয়েছে। খুব ভালো বলছি না, তবে আগের চেয়ে তুলনামূলক ভালো মনে হয়েছে। তার মানে উন্নতি হচ্ছে। গত তিন সিরিজ জয়ের যে আত্মবিশ্বাস বাংলাদেশ নিয়ে যাচ্ছে, আমার বিশ্বাস এই আত্মবিশ্বাস বাংলাদেশকে সাহায্য করবে।’

Link copied!