• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট বাতিলে ফিঞ্চের সমর্থন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৮:২৮ পিএম
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট বাতিলে ফিঞ্চের সমর্থন 

তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের টেস্ট ক্রিকেটের সদস্যপদ থাকবে কিনা তা এখনও সন্দিহান। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট হওয়ার কথা থাকলেও তা বাতিল করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তকে সমর্থন করছেন অজিদের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

আফগানিস্তানে নারী ক্রিকেটাররা মাঠে ফিরতে পারছেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ২৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার হোবার্টে টেস্ট ম্যাচটি হওয়ার কথা ছিল। 

নিজ দেশের বোর্ডে সিদ্ধান্তের ব্যাপারের ফিঞ্চ বলেন, ‘‘আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার পাশে আছি, তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া একেবারেই সহজ নয়।’’

শুধু টেস্ট ম্যাচ বাতিল করেই থামতে চায়নি অস্ট্রেলিয়া। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানিস্তানের বিপক্ষে তাদের ম্যাচ বাতিল করতে চেয়েছিল অজিদের টেস্ট দলের অধিনায়ক টিম পেইন। 

এ বিষয়ে ফিঞ্চ বলেন, ‘‘বিশ্বকাপে কে খেলবে কে খেলবে না সেটা আইসিসি ঠিক করবে। আশা করব এই সমস্যা খুব দ্রুত মিটে যাবে। বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান একটা বড় ভূমিকা নেবে। গত কয়েকবছরে ক্রিকেটে দারুণ উন্নতি করেছে তারা।’’

টি২০ বিশ্বকাপ চলাকালীন সময়ে আফগানিস্তানের সঙ্গে সে দেশের মহিলা ক্রিকেট নিয়ে আলোচনায় বসবে আইসিসি। 

Link copied!