• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গোল করার দায়িত্ব সবাইকে নিতে বললেন কোচ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৮:৩৫ পিএম
গোল করার দায়িত্ব সবাইকে নিতে বললেন কোচ 

কয়েকদিন আগেই জেমি ডে'কে বিদায় করে অস্কার ব্রুজনকে বাংলাদেশ দলের দায়িত্ব দিয়েছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই মধ্যে মালদ্বীপে অনুষ্ঠিত হওয়া সাফ ফুটবলে খেলতে যাবে বাংলাদেশ। তবে দলে নেই গোল করার মতো নির্ভরযোগ্য কোনো স্ট্রাইকার। তাই গোল করার দায়িত্ব সবাইকে দিলেন বসুন্ধরা কিংসের সাবেক এই কোচ। 

বাংলাদেশের ফুটবলারদের সম্পর্কে ভুল ধারণা সবার। অনেকে ভাবে দেশের ফুটবলাররা পাস দিতে পারে না, গোল করতে পারেনা এগুলোকে মিথ্যা কথা বলছেন কোচ অস্কার ব্রুজন। 

সোমবার (২৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ ব্রুজন বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়রা পাস দিতে পারে না, রক্ষণ সামলাতে পারে না, গোল করতে পারে না- এগুলো সত্যি নয়। সত্যি হচ্ছে, আমাদের ভালো নাম্বার নাইন ও বক্স প্লেয়ার আছে, যে এক ছোঁয়ায় ফিনিশিং করবে। কিন্তু লিগে গোলের দায়িত্ব দেওয়া হয় বিদেশিদের। তাহলে আমরা কীভাবে গোল করবো?’

দলের প্রয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে। গোল করার দায়িত্ব সবাইকে নেওয়ার কথা জানান কোচ। বলেন, ‘আমি মনে করি, আক্রমণভাগের পেছনে আমাদের যে লাইনটা আছে, তা মানানসই, গতিময় ও তারা দ্রুত জায়গা পরিবর্তন করতে পারে। এটা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য ইতিবাচক দিক। গোল করা নিয়ে যদি বলতে গেলে, বলতে হবে এই দায়িত্ব সবার, এমনকি ডিফেন্ডারদেরও।’

ব্রুজন আরও বলেন, ‘এটা খুবই সাধারণ একটা বিষয়। আমাদের দলে সবাই আক্রমণ করবে, সবাই রক্ষণ সামলাবে। সবশেষ ম্যাচে বাংলাদেশ দল রক্ষণে মনোযোগী ছিল বেশি এবং আক্রমণে খুব বেশি খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়নি। এ মুহূর্তে আমরা সেটাও বদলের চেষ্টা করছি।’

১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসর। গত চার প্রতিযোগিতায় গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ বিদায় নিয়েছে। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত হওয়া সাফে চ্যাম্পিয়ন্স হয়েছিল বাংলাদেশ। 

Link copied!