দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী অক্টোবরে। সাফের এবারের আসরের স্বাগতিক হিসেবে থাকছে মালদ্বীপ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এবার সাফে যাচ্ছে বাংলাদেশ দল। এমনটাই জানিয়েছেন কোচ অস্কার ব্রুজন ও অধিনায়ক জামাল ভূঁইয়া।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা কয়েকটা দিন অনুশীলনে কঠোর পরিশ্রম করছি। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। আমরা নিজেদের খেলাটা দেখাতে চাই। কিছু একটা করতে হবে, কিছু একটা করে দেখাতে চাইছি। আমরা আত্মবিশ্বাসী, ম্যাচ ধরে এগোতে চাই। চ্যাম্পিয়ন হওয়ার যে লক্ষ্য নির্ধারণ করেছি, আশা করি সে লক্ষ্যে পৌঁছাতে পারব।’
মুখে এমন বুলি আওড়ালেও আসলে এই টুর্নামেন্টে ফেবারিট হচ্ছে ভারত। এমনটা মানছেন বাংলাদেশ অধিনায়ক। বলেন, ‘ফিফা র্যাঙ্কিং বলছে ভারতই ফেবারিট। তবে আমাদের কাছে সব প্রতিপক্ষই সমান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ, তা নিয়েই আমরা ভাবছি। প্রথম ম্যাচটা কঠিন হবে। শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে। তারপর ভারতের বিপক্ষে ম্যাচ। ওই ম্যাচটি না হারলেই ভালো।’
নতুন কোচের ফর্মেশন নিয়ে জামাল ভূঁইয়া জানান, ‘কোনো কিছুই এক দিনে তৈরি হয় না, একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। কোচ প্রথম দিন এসেই বলেছেন কীভাবে দলকে খেলাতে চান। তিনি সবকিছু পরিষ্কার করে দিয়েছেন। যে ফর্মেশন দিয়েছেন, সেভাবে লিগে বেশির ভাগ দলই খেলে থাকে। তা মানিয়ে নিচ্ছি। আমরা কোচের অধীনে নতুন ফর্মেশনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত হওয়া সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। যেটা এখন পর্যন্ত সাফে বাংলাদেশের প্রথম ও শেষ ট্রফি।