ইংলিশ অল রাউন্ডার মঈন আলী টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে সাদা বলের ক্রিকেট ও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিতে খেলা চালিয়ে যাবেন তিনি।
৩৪ বছর বয়স্ক মঈন ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন। বর্তমানে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তিনি।
আইপিএল শেষে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তিনি। এরপর আবার রয়েছে অ্যাশেজ সিরিজ। টানা তিনটি জৈব সুরক্ষা বলয় এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার ধকল নিতে চাইছেন না এ স্পিনিং অলরাউন্ডার।
মঈন আলীর বরাত দিয়ে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত এরই মধ্যে ইংলিশ কোচ ক্রিস সিলভারউড ও টেস্ট অধিনায়ক জো রুটকে জানিয়ে দিয়েছেন মঈন।
২০১৪ সালের জুনে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় মঈন আলীর। ৬৪ টেস্টে দলের হয়ে ২৯১৪ রানের পাশাপাশি নিয়েছেন ১৯৫ উইকেট।