• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

টিম ম্যানেজম্যান্টকে সিরিজ জয় উৎসর্গ করলেন অধিনায়ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৮:২৩ পিএম
টিম ম্যানেজম্যান্টকে সিরিজ জয় উৎসর্গ করলেন অধিনায়ক

প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ৯৪ রানে আটকে রেখে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে অধিনায়ক মাহমুদউল্লাহ। ৬ উইকেটের এ জয়ে ম্যাচ ও সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ এ এগিয়ে গেল টাইগাররা। চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন স্পিনার নাসুম আহমেদ। 

ম্যাচ শেষে দলের জয়ের এ কৃতিত্ব দিলেন বোলার ও ব্যাটসম্যানদের। মাহমুদউল্লাহ বলেন, নিউজিল্যান্ডকে কম রানে আটকে রাখতে পারার দায়িত্বটা আমাদের বোলাররা ভালোভাবে করেছে। আমাদের সব বোলার নাসুম, মেহেদী, মোস্তাফিজ খুবই ভালো বল করেছে।"

মাহমুদউল্লাহ আরও বলেন, "ব্যাটসম্যানরা যথাসাধ্য চেষ্টা করেছিল। ইনিংসের মাঝে আমাদের একটি খুব ভালো জুটি দরকার ছিল এবং আমি ও নাইম সেই চেষ্টাই করেছি। নাইম ভালো ব্যাটিং করে তারপর আফিফ ভালো ছিল। আমরা জুটি গড়ে খেলা কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সিরিজ জয়ের কৃতিত্ব টিম ম্যানেজমেন্ট ও ছেলেদের। আরও একটি সুযোগ আছে আর আশা করি, আমরা একসাথে আবারও জ্বলে উঠবো আর খেলাটি জেতার চেষ্টা করব।"

ম্যাচজয়ের কৃতিত্ব মাহমুদউল্লাহকে দিলেন কিউই অধিনায়ক টম লাথাম। বলেন, "আমরা কিছু রান কম করেছি। আমরা ১০০-১১০ এর মতো রান আশা করছিলাম কিন্তু বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করেছে। শুরুতে উইকেট পড়ার পরেও তারা খেলাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। মাহমুদউল্লাহ যেভাবে শেষ করেছেন, তার কৃতিত্ব তাকে দিতেই হবে। শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে যেতে পেরে আমরা সন্তুষ্ট।" 

সামনের ম্যাচে আরও ভালো খেলার আশায় সফরকারীরা। লাথাম বলেন, "প্রতিযোগিতামূলক রানের দিকে নিয়ে যেতে ইয়াং খুব ভালো ইনিংস খেলেছে। আমরা দ্রুত উইকেট হারালাম এবং গতি ধরে রাখা কঠিন ছিল। ভিন্ন উইকেটেও আমরা যেভাবে অভিযোজন করতে পেরেছি। আমাদের দলটি অনেক তরুণ যারা অনেক বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। আমরা অনেকেই এখানে খেলিনি, আমরা আশা করি পঞ্চম খেলায় আরও পারফরম্যান্স করব।"

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। 

Link copied!