• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

ঘরের মাঠে সর্বনিম্ন রানের রেকর্ড বাংলাদেশের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৮:০৬ পিএম
ঘরের মাঠে সর্বনিম্ন রানের রেকর্ড বাংলাদেশের 

নিউজিল্যান্ডের দেওয়া ১২৯ রানের লক্ষ্যে নেমে মাত্র ৭৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। দেশের মাটিতে টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রান টাইগারদের। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বনিম্ন রান বাংলাদেশের। 

চলতি বছরের শুরুতে অকল্যান্ডের টি-টোয়েন্টিতেও ৭৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। 

শুরুর দুই ওভার ভালো খেললেও তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েছে টাইগারদের জুটি। এজাজ প্যাটেলের স্পিন বিষে নীল হয়েছে বাংলাদেশ। চার ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদন্ডকে ভেঙ্গে দিয়েছেন তিনি। 

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। হেনরি নিকোলস ও টম ব্লান্ডেলের ৬৬ রানের জুটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান করে সফরকারীরা। সর্বোচ্চ ৩৬ রান করেন হেনরি নিকোলস। বাংলাদেশের হয়ে সাইফউদ্দীন নেন দুটি উইকেট। 

সিরিজের তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের আশা জিইয়ে রাখল ব্ল্যাক ক্যাপসরা। সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছে বাংলাদেশ।

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর। 

Link copied!