টি-টোয়েন্টি সংস্করণে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেওয়ার পর নিউজিল্যান্ডর বিপক্ষেও জয় দিয়ে শুরু করেছে মাহমুদউল্লাহর দল। আর জয়ের ধারায় থাকা বাংলাদেশ সুখবর পেয়েছে র্যাঙ্কিংয়েও। সর্বশেষ নিউজিল্যান্ডর বিপক্ষে ৭ উইকেটের জয়ে টি-টোয়েন্টি সংস্করণের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে সাতে উঠে এসেছে বাংলাদেশ।
দুই বছর ধরেই ঘরের মাঠে ক্রিকেটে এই সংক্ষিপ্ত সংস্করণে অপ্রতিরোধ্য বাংলাদেশ। ধারাবাহিক এই সাফল্যে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ২৩৮। যার মধ্য দিয়ে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের ৭ নম্বরে উঠে আসে টাইগাররা।
আরো একটি মাইলফলক ডাকছে বাংলাদেশকে। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে তারা। এই ম্যাচটি জিতলেই বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ২৪১। তাতে অস্ট্রেলিয়াকে (২৪০) টপকে তালিকায় ছয়ে উঠে আসবে টাইগাররা। আর সিরিজটি যদি ৪-০ ব্যবধানে জেতে, তবে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে পাঁচে উঠে যাবে বাংলাদেশ।
এদিকে ২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ইংল্যান্ড। দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্ট ২৭৩। তারপরেই আছে পাকিস্তান। তাদের রেটিং পয়েন্ট ২৬১। পাকিস্তানের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চারে আছে নিউজিল্যান্ড (২৬০)। পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২৪৬।
বাংলাদেশের (২৩৮) উপরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৪০। ৮, ৯ ও দশে আছে যথাক্রমে আফগানিস্তান (২৩৬), শ্রীলংকা (২৩৫) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৪)।