• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

সিপিএলে দ্রততম ফিফটির রেকর্ড গড়লেন রাসেল 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০২:৪৯ পিএম
সিপিএলে দ্রততম ফিফটির রেকর্ড গড়লেন রাসেল 

ক্যারিবিয়ান হার্ডহিটার আন্দ্রে রাসেল মানেই তো ধুন্ধুমার চার ছক্কার ফুলঝুরি। প্রতিপক্ষ বোলারদের কাছে এক আতঙ্কের নাম রাসেল ব্যাটিংয়ে নামলেই যেন রেকর্ডের খাতা নতুন করে লিখতে হয়। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন রাসেল। 

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই তো মারমার কাটকাট। বোলাররা সবসময় থাকেন সাবধানী তারপরেও ঝড় বয়ে যায় তাদের উপর। ৫ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৪ বলে কেউ ফিফটি করলে কারও উপর তো ঝড় যাবেই। এমন কাজটা করেছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। এমন রেকর্ডের দিনে ৬ টি ছক্কা ও ৩ টি চার মেরেছেন তিনি।

এবার রাসেলের তাণ্ডবে পড়েছিলেন পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজ। তার ১৯ তম ওভারেই চার-চারটি ছক্কা হাঁকিয়ে ৩২ রান তুলে নেন রাসেল। ইনিংসের শেষ ওভারে ২২ রান দেন ওবেদ ম্যাককয়। 

রাসেলের অপরাজিত ৫০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২৫৫ রানের পাহাড় গড়ে জ্যামাইকা তালাওয়াস।

বিশাল লক্ষ্য ব্যাট করতে নেমে ১৩৫ রানেই গুটিয়ে যায় সেন্ট লুসিয়া কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৬(২৮) রান করেন টিম ডাভিড। ফলে ১২০ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় রাসেলের দল। 

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে চ্যাডউইক ওয়ালটন ৪৭(২৯), কেনার লুইস ৪৮(২১), হায়দার আলি ৪৫(৩২) ও রবম্যান পাওয়েল ৩৮(২৬) রান করেন। 

ম্যাচসেরা হয়েছেন আন্দ্রে রাসেল। 

Link copied!