• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

উয়েফার বর্ষসেরায় বার্সোলোনার আধিপত্য 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৪:৩১ পিএম
উয়েফার বর্ষসেরায় বার্সোলোনার আধিপত্য 

মেয়েদের ফুটবলে সম্ভাব্য সকল শিরোপা জিতে উয়েফার বর্ষসেরা পুরস্কারে আধিপত্য বিস্তার করছে স্প্যানিশ ক্লাব বার্সোলোনা। বর্ষসেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি সেরা মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন বার্সার অ্যালেক্সিয়া পুতেলাস। 

সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন পিএসজি থেকে বার্সায় আসা প্যারেডেস। ম্যাগডালেনা এরিকসন এবং ম্যাপি লিওনকে হারিয়ে এ পুরস্কার জেতেন তিনি।

বর্ষসেরা গোলকিপার হয়েছেন বার্সার সান্দ্রা পানোস। তিনি হারিয়েছেন ক্রিস্টিয়ান এন্ডলার ও অ্যান-ক্যাটরিন বার্জারকে।  

বর্ষসেরা ফরোয়ার্ড জিতে নিয়েছেন বার্সার জেনিফার হারমোসো। দুই ক্লাব সতীর্থ লিকে মার্টেনস ও ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনকে হারিয়েছেন তিনি। 

সুইডেনের পিটার গেরহার্ডসন এবং চেলসির এমা হেইসকে হারিয়ে বর্ষসেরা নারী কোচের পুরস্কারও জিতেছেন বার্সার লুইস কর্টেস।

বর্ষসেরা দলে বার্সার এমন সাফল্য অভিনন্দন জানিয়েছেন সভাপতি হোয়ান লাপোর্তা। এক টুইটে লাপোর্তা লেখেন, "বার্সার নারী দলের জন্য আমি গর্বিত। বার্সা বিশ্বের সেরা দল। আপনাদের কাজের এমন স্বীকৃতির জন্য আমি অত্যন্ত খুশি।" 

Link copied!