• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

স্লো উইকেটের প্রস্তুতি নিয়ে এসেছেন কিইউরা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৩:০১ পিএম
স্লো উইকেটের প্রস্তুতি নিয়ে এসেছেন কিইউরা 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছেন নিউজিল্যান্ড ক্রিকেট দল। এক তরুণ দল নিয়েই টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে এসেছেন ব্ল্যাক ক্যাপসরা। তরুণ দল নিয়েও বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে মুখিয়ে আছেন ম্যাট হেনরি। শুক্রবার (২৭ আগস্ট) অনলাইনে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে এসব কথাই বলেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে সুযোগ পাওয়া নিয়ে রোমাঞ্চিত ম্যাট হেনরি বলেন, ‘স্টিভ আমাকে কল দিয়ে পরিস্থিতির কথা বলে। ফিন এখন ভালো আছে, তবে আমার জন্য এটি বড় সুযোগ। ব্যাটিং উদ্বোধন করতে পারলে তো ভালোই হতো, তবে তেমন কিছু না। এটি তো অবশ্যই পরিপূরক বদলি না। তবে সুযোগ পেয়ে ভালো লাগছে এবং বাংলাদেশের দলের সাথে যোগ দেওয়া রোমাঞ্চকর।’
 
এর আগেও বাংলাদেশের বিপক্ষে খেলেছেন হেনরি। এ ব্যাপারে হেনরি বলেন, ‘গত কয়েক বছর ধরেই আমি বাংলাদেশের বিপক্ষে খেলছি। কিন্তু সবই আমাদের মাটিতে ছিল, যা বাংলাদেশের কন্ডিশনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন।’  

ঘরের মাঠে বাংলাদেশ দুর্দান্ত দল। আর বাংলাদেশে আসার আগে অনুশীলন করে এসেছেন জানিয়ে হেনরি বলেন, ‘সাম্প্রতিক সিরিজগুলোতে বাংলাদেশ খুব ভালো খেলেছে। ঘরের মাটিতে তারা খুব শক্তিশালী দল। আমরা লিংকনে মন্থর উইকেটেও অনুশীলন করেছি। বাংলাদেশে ভিন্ন পন্থায় বোলিং করতে হবে। আমারও এই কন্ডিশনে অভিজ্ঞতা আছে।’

এই প্রথম বাংলাদেশে সিরিজ খেলতে এসেছেন হেনরি। তবে তার দল আত্মবিশ্বাসী জানিয়ে হেনরি বলেন, ‘আমি আগে বাংলাদেশে যাইনি, এবারই প্রথম। আমি ভারত ও সংযুক্ত আরব আমিরাতে খেলেছি। উপমহাদেশের পরিবেশে আমার অভিজ্ঞতা আছে, তাই আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশে যাচ্ছি। সেখানে গত সিরিজে অনেক কম রানের ম্যাচ হয়েছে, এই চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি। আমি গত মৌসুমে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছি এবং সেই অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি।’

টি-টোয়েন্টি সিরিজ ১ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। 

Link copied!