ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্টের তৃতীয় টেস্টে জো রুটের সেঞ্চুরিতে বড় লিডের দিকে এগোচ্ছে ইংল্যান্ড। এবারের সিরিজে ভারতের বিপক্ষে টানা তিন সেঞ্চুরি করেছেন ইংলিশ অধিনায়ক। ইতিমধ্যেই ২৫০-এর বেশি রানের লিড পেয়েছে ইংল্যান্ড।
টসে জিতে ব্যাট করার সিদ্বান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিং করতে নেমে লজ্জার রেকর্ড গড়েন ভারতীয়রা। মাত্র ৪১ ওভার ব্যাট করে ৭৮ রানেই অলআউট হয় সফরকারীরা। জেমস আন্ডারসন ও ক্রেইগ ওভারটন নেন তিনটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে কোন উইকেট না হারিয়ে ১২০ রান তুলে ইংল্যান্ড।
টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৬১ রান করে আউট হন ওপেনার ররি বার্নস। এছাড়া ৬৮ রান করেন হাসিব হামিদ।
দলে ফিরেই ৭০ রান করেন টি-টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটসম্যান ডেভিড মালান।
অধিনায়ক জো রুট তুলে নেন ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি। তিনি অপরাজিত আছেন ১০১* রানে। এছাড়া জনি বেয়ারস্টো ব্যাট করছেন ১৮* রানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৩৪৩।