• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ইন্টারেই থাকছেন লাউতারো মার্টিনেজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৬:১৪ পিএম
ইন্টারেই থাকছেন লাউতারো মার্টিনেজ

ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান এই গ্রীষ্মে তাদের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহাম হটস্পার্সের কাছে বিক্রি করতে চেয়েছিলো। কিন্তু এই মৌসুমে আর্জেন্টাইন ফরোয়ার্ড মিলানেই থাকবেন এবং অন্য সকল ক্লাবের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইন্টার মিলানের প্রধান নির্বাহী জিউসেপ মারোত্তা।  

বর্তমান দলবদলে মার্টিনেজকে ৬০ মিলিয়ন ইউরোতে বিক্রির জন্য রাজি হয়েছিল ইন্টার মিলান। যদিও লা লিগার ক্লাব আথলেটিকো মাদ্রিদও এই তরুণ ফরোয়ার্ডকে দলে টানতে আগ্রহী এমনটা জানিয়েছে ফুটবল ভিত্তিক জার্নাল গোল ডট কম। সম্প্রতি মার্টিনেসের এজেন্ট জানিয়েছেন যে, তিনি সান সিরোতেই থাকতে চান এবং এই মৌসুমেও তাদের সিরি আ শিরোপা ধরে রাখতে চান।

ক্লাবের প্রধান নির্বাহী নিশ্চিত করে ডিএজেডএনকে জানিয়েছেন যে, "২৩ বছর বয়সী লাউতারো অন্যান্য ক্লাবের অফার থাকা সত্ত্বেও ইন্টারেই থাকতে চান। আমরা এতে গর্বিত। তিনি এখানে নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে প্রমাণ করতে চান। আমরা খুব খুশি যে সে এই ক্লাবে তিনি তার উন্নতির প্রক্রিয়া চালিয়ে যেতে চান।"

লাউতারো শনিবার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, "আজ থেকে নতুন চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। নতুন এ পথের জন্য আমাদের সবাইকে এক হতে হবে। আমাদের খেলোয়াড়, কর্মচারী, ভক্ত এবং যারা আমাদের সঙ্গে কাজ করে, তারা সবাই একটি লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাবো।" 

ইন্টারের সঙ্গে আরও দুই বছরের চুক্তি রয়েছে মার্টিনেসের। ইতালির স্কাই স্পোর্ট বলছে যে, দুই পক্ষই দীর্ঘমেয়াদী মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করছে এবং অবশ্যই সেপ্টেম্বরের শুরুতে একটি চুক্তিতে পৌঁছাবে।

Link copied!