• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ত্রিদেশীয় সিরিজের নাম ‘বাংলা ওয়াশ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০৩:০৭ পিএম
ত্রিদেশীয় সিরিজের নাম ‘বাংলা ওয়াশ’

নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ডের অংশগ্রহণে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘বাংলা ওয়াশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ।’

বুধবার (৫ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এই সিরিজের নাম ও লোগো উন্মোচন করা হয়েছে।

ডিটারজেন্ট ব্র্যান্ড ‘বাংলা ওয়াশ’ এর মাদার কোম্পানি এএইচএন লিমিটেড নাম ও লোগো উন্মোচন করে। এবারই প্রথম কোনো সিরিজে বাংলা অক্ষরে লেখা হচ্ছে সিরিজের লোগো।

দেশে নাম ঠিক করার দিন নিউজিল্যান্ডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়। ট্রফির সঙ্গে হাসিমুখে পোজ দেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও বাংলাদেশের নুরুল হাসান সোহান। টাইগার নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এখনো দলের সঙ্গে যোগ না দেওয়ায় তার কাজ সারেন সোহান।

ক্রাইস্টচার্চের হাগলি ওভালে বাংলা ওয়াশ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। শুক্রবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Link copied!