• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর বৃষ্টির কবলে ম্যাচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ১০:৩২ এএম
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর বৃষ্টির কবলে ম্যাচ

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিলেট স্টেডিয়ামে আজ সোমবার (৩ অক্টোবর) টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নামে। তবে ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়। মাত্র ৩ রানেই প্রথম ৩ উইকেটের পতন ঘটে স্বাগতিকদের।

অবশ্য ব্যাট হাতে ধারাবাহিক সফল দলীয় অধিনায়ক নিগার সুলতানা দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন। তবে নিগারও দলকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। ব্যক্তিগত ১৭ রানে তিনি নিদা দারের কাছে এলবিডব্লিউর ফাঁদে ধরা পড়েন। দলের বিপর্যয়ে হাল ধরেন সিনিয়র সদস্য সালমা খাতুন। তিনি ২২ বলে ১৯* রানে অপরাজিত আছেন। 

গত দিনের মতো আজও বৃষ্টির কারণে ম্যাচে বিঘ্ন ঘটেছে। আবহাওয়া খারাপ থাকার কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ আপাতত বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ ১৭.৩ ওভারে ৭ উইকেটে ৫৮ রান নিয়ে মাঠে নামবে।

পাকিস্তানের নিদা দার ও ডায়না বেগ দুটি করে উইকেট পান। একটি করে উইকেট পান সাদিয়া ইকবাল ও ওমাইমা সোহাইল। 

পাকিস্তানের বিপক্ষে এর আগের শেষ পাঁচ দেখায় একবারও জয় নিয়ে ফিরতে পারেনি বাঘিনীরা। অবশ্য এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল সালমারা।
 

Link copied!