এএফসি কাপের প্রথম ম্যাচে মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। আরেকটি জয়ের খোঁজে আজ বাংলাদেশ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভারতের বেঙ্গালুরু এফসি। আজ বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
বসুন্ধরা কিংস প্রথম ম্যাচে জয় পেলেও হারের স্বাদ পেতে হয়েছে বেঙ্গালুরু এফসিকে। ভারতের আরেক দল মোহন বাগানের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বেঙ্গালুরু এফসি। তাই তারাও এই ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বসুন্ধরার কোচ অস্কার ব্রোজন বলেন, “আমরা বুঝতে পারছি যে, বেঙ্গালুরু আমাদের কৌশলের পাল্টা জবাব দিতে হাই ডিফেন্সিফ লাইন দিয়ে খেলাবে। আমরা কীভাবে শুরু করব সেটা মুখ্য নয়। কিন্তু আমরা জানি এটি দীর্ঘ ৯০ মিনিটের ম্যাচ হতে যাচ্ছে। জিততে হলে আমাদের নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিপক্ষকে ভুল করার জন্য চাপ প্রয়োগ করতে হবে।”
এদিকে বেঙ্গালুরুর জার্মান কোচ মার্কো পেজাউওলি বলেন, “সম্ভবত আমাদের আরও ভালো খেলতে হবে, যেভাবে আমরা গত দুই ম্যাচ খেলেছি, বল দখলে অনেক এগিয়ে থাকলেও বেশী সুযোগ তৈরি করতে পারিনি। আমাদের এই কৌশলের পরিবর্তন হতে পারে। এগুলো অনেক গুরুত্বপূর্ণ কেননা, আমরা মুখোমুখি হব বাংলাদেশের ভয়ঙ্কর একটি দলের বিপক্ষে। যারা লিগে ৫৫ গোল দিয়েছে এবং আর খেয়েছে মাত্র ৯টি।”